সংসদে বিল পাস কপিরাইটের মেয়াদ ৬০ বছর

নিজস্ব প্রতিবেদক।।

কপিরাইট আইন-২০০০ রহিত করে কপিরাইটের মেয়াদ ৬০ বছর নির্ধারণ করে গতকাল জাতীয় সংসদে ‘কপিরাইট বিল-২০২৩’ পাস হয়েছে। বিলে অজ্ঞাতনামা কাজের স্বত্বাধিকারীর সংজ্ঞা নির্ধারণ করে প্রকাশনা, চলচ্চিত্র, ডিজিটাল কাজ, নাটক, লোক কাহিনী, শিল্পকলা এবং অডিও রেকর্ডিংয়ের মৌলিক কাজের অধিকার রক্ষার কথা বলা হয়েছে।সংসদে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

এরপর কণ্ঠভোটে সেটি পাস হয়। এর আগে বিলের ওপর আনীত জনমত যাচাই-বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি করা হয়।এ ছাড়া তথ্যপ্রযুক্তিভিত্তিক ডিজিটাল কর্মের সংজ্ঞাও নির্ধারণ করা হয়েছে। নতুন সংযোজিত অজ্ঞাতনামা বা ছদ্মনামীয় কর্মের সংজ্ঞায় বলা হয়েছে, একক বা যৌথভাবে রচিত ও ছদ্মনামে প্রকাশিত কোনো কর্মের ক্ষেত্রে প্রণেতার পরিচয় প্রকাশ হওয়ার আগ পর্যন্ত প্রকাশক কর্তৃক জনসাধারণ্যে প্রকাশিত প্রণেতা অথবা তার আইনানুগ প্রতিনিধি।

বিলের প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন বিরোধী দলের (জাতীয় পার্টি) সংসদ সদস্য ফখরুল ইমাম, হাফিজ উদ্দিন আহম্মেদ, শামীম হায়দার পাটোয়ারি ও বেগম রওশন আরা মান্নান, গণফোরামের মোকাব্বির খান এবং স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়