এস এম মোজতাহীদ প্লাবন, বিশ্ববিদ্যালয় প্রতিবেদকঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেছে, খেলাধুলো জীবনের সঙ্গে ওতোপ্রতোভাবে যুক্ত। তাই আমাদের ছাত্রছাত্রীদের ভালো করে লেখা পড়া করতে হবে, তাদের শরীর গঠন করতে হবে এবং তাদের মনোজগতে এই বিশ্ববিদ্যালয়কে স্মার্ট বিশ্ববিদ্যালয় হিসেবে দাঁড় করানোর শক্তিকে রাখতে হবে।
রবিবার (১৫ অক্টোবর ২০২৩) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের একটি কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে আন্তঃবিভাগ টেবিল টেনিস, ক্যারাম ও দাবা প্রতিযোগিতা-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খেলাধুলোকে উৎসাহিত করতে প্রশাসন থেকে প্রথমবারের মতো স্পোর্টস ক্যালেন্ডার প্রনয়নের পটভূমিকা তুলে ধরে উপাচার্য বলেন, একটি আধুনিক ও স্মার্ট ক্যাম্পাস গঠনের লক্ষ্যে আমরা সবকিছু একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। কেননা পরিকল্পনা ছাড়া সফলভাবে কোন কিছুই বাস্তবায়ন করা যায় না। সে ধারাবাহিকতাতে প্রথমবারের মতো যেমন একাডেমিক ক্যালেন্ডার করা হয়েছে তেমনি খেলাধুলোকে উৎসাহিত করতে নিয়মিত খেলাধুলো আয়োজন করার লক্ষ্যে প্রথমবারের মতো স্পোর্টস ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। ইতোমধ্যে সপ্তদশ ব্যাচ সেই ক্যালেন্ডার অনুসারে তাদের খেলাধুলোগুলো পরিচালিত হবে। ভবিষ্যতেও অন্য ব্যাচগুলোর জন্য স্পোর্টস ক্যালেন্ডার প্রণয়ন করা হবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ড. সৌমিত্র শেখর বলেন, যতধরনের মাদক আছে, মাদককে না বলতে হবে, যত ধরনের আসক্তি আছে আসক্তি থেকে দূরে থাকতে হবে। বরং শিক্ষার্থীদেরকে বিভিন্ন ইনডোর ও আউটডোর কার্যক্রমের সঙ্গে নিজেদের যুক্ত করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ইমেজ পরিপন্থী ঘটনা প্রতিরোধে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে উপাচার্য আরও বলেন, শিক্ষা, গবেষণা ও উন্নয়ন এই তিন মটো নিয়ে প্রশাসন অহরাত্রি কাজ করে চলেছে। এরপরও অযাচিত কিছু ঘটনা আমাদের প্রশাসনকে বিব্রত করে, আমাদের কাজকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের মধ্যে সামাজিক ঐক্য থাকা দরকার। কেননা সংকট সবসময় আমাদের একীভূত করে, ঐক্যবদ্ধ করে। আমরা যে দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছি আমাদেরকে কেউ পিছু হঠাতে পারবে না। আর সেজন্য সবার মাঝে একটি সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর ড. আতাউর রহমান ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট মাসুম হাওলাদার। এসময় প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী, ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ, বিভাগীয় প্রধানবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপাচার্য ও ট্রেজারার মহোদয় একটি প্রীতি ক্যারাম ও দাবা খেলার মধ্যদিয়ে আন্তঃবিভাগ খেলার উদ্বোধন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়