শ্যামল কুমার দত্ত
সিনিয়র শিক্ষক (অব.)
গভ. ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকা
অধ্যায় : বাংলাদেশ ও বিশ্ব সভ্যতা
র) সঠিক উত্তরটি জেনে নেই:
১। খ্রিষ্টপূর্ব কত অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
ক) ২৪০০ খ) ২৫০০
গ) ২৬০০ ঘ) ২৭০০
উত্তর: ঘ) ২৭০০
২। কোন সভ্যতা হরপ্পা সভ্যতা নামে পরিচিত?
ক) সিন্ধু খ) গ্রিক
গ) রোমান ঘ) মেসোপটেমীয়
উত্তর: ক) সিন্ধু
৩। কোন সভ্যতায় উন্নত নগর পরিকল্পনা লক্ষ্য করা যায়?
ক) গ্রিক খ) মিশরীয়
গ) সিন্ধু ঘ) রোমান
উত্তর: গ) সিন্ধু
৪। সিন্ধু সভ্যতায় প্রত্যেক বাড়িতে পানির উৎস কোনটি?
ক) কুয়া খ) নদী
গ) নলকূপ ঘ) হাওর
উত্তর: ক) কুয়া
৫। কোথায় আধুনিককালের সুইমিংপুলের মতো বড় গোসলখানা আবিষ্কৃত হয়েছে?
ক) হরপ্পায় খ) মহেঞ্জোদারোতে
গ) পু-্রনগরে ঘ) বেলুচিস্তানে
উত্তর: খ) মহেঞ্জোদারোতে
৬। কোথায় শস্য জমা রাখার জন্য বিশাল শস্যাগার পাওয়া গেছে?
ক) উয়ারী-বটেশ্বরে খ) মহেঞ্জোদারোতে
গ) হরপ্পায় ঘ) পু-্রনগরে
উত্তর: গ) হরপ্পায়
৭। সিন্ধু সভ্যতায় কিসের মূর্তি পাওয়া গেছে?
ক) পোড়ামাটির খ) রৌপ্যের
গ) লৌহের ঘ) স্বর্ণের
উত্তর: ক) পোড়ামাটির
৮। কোন সভ্যতায় অন্তঃবাণিজ্য ও বহিঃবাণিজ্য ব্যবস্থা বিদ্যমান ছিল?
ক) রোমান খ) মিশরীয়
গ) সিন্ধু ঘ) গ্রিক
উত্তর: গ) সিন্ধু
৯। কোন নগর সভ্যতার অস্তিত্ব ১৭০০ খ্রিস্টপূর্বাব্দের পর হারিয়ে যায়?
ক) সিন্ধু খ) গ্রিক
গ) রোমান ঘ) মিশরীয়
উত্তর: ক) সিন্ধু
১০। কোন সভ্যতা হারিয়ে যাওয়ার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি?
ক) মেসোপটেমীয় খ) সিন্ধু
গ) মিশরীয় ঘ) রোমান
উত্তর: খ) সিন্ধু
১১। সিন্ধু নগর সভ্যতার সমসাময়িকÑ
র) মিশরীয় সভ্যতা রর) গ্রিক সভ্যতা
ররর) মেসোপটেমীয় সভ্যতা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর: খ) র ও ররর
১২। বাণিজ্যিক কেন্দ্র হিসেবে উয়ারী-বটেশ্বরের পরিচায়ক কোনটি?
ক) ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা খ) রোলেটেড মৃৎপাত্র
গ) ধাতব অলংকার ঘ) স্যান্ডউইচ কাচের পুঁতি
উত্তর: ক) ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা
১৩। উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার কোন উপজেলায় অবস্থিত?
ক) শিবপুর খ) বেলাব
গ) মনোহরদী ঘ) পলাশ
উত্তর: গ) বেলাব
১৪। উয়ারী-বটেশ্বর একটি নদী বন্দর ছিল। এটি কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
ক) ব্রহ্মপুত্র খ) করতোয়া
গ) গঙ্গা ঘ) সিন্ধু
উত্তর: ক) ব্রহ্মপুত্র
১৫। মিশরীয় সভ্যতায় রাজাদের কী বলা হতো?
ক) ফারাও খ) শাসক
গ) মন্ত্রী ঘ) ত্রাণকর্তা
উত্তর: ক) ফারাও
১৬। উয়ারী-বটেশ্বর গ্রামে কত হাজার বছর আগে নগর সভ্যতা গড়ে উঠেছিল?
ক) এক হাজার খ) দুই হাজার
গ) আড়াই হাজার ঘ) তিন হাজার
উত্তর: গ) আড়াই হাজার
১৭। উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রাপ্ত প্রতœবস্তু সম্পর্কে কে লেখালেখি শুরু করেন?
ক) মোহাম্মদ হানিফ পাঠান
খ) এফ আর খান
গ) রাখালদাস বন্দ্যোপাধ্যায়
ঘ) ইরফান হাবিব
উত্তর: ক) মোহাম্মদ হানিফ পাঠান
১৮। কত সাল থেকে উয়ারী-বটেশ্বর অঞ্চলে প্রতœতাত্ত্বিক খনন ও গবেষণা শুরু হয়?
ক) ২০০০ খ) ২০০২
গ) ২০০৪ ঘ) ২০০৬
উত্তর: ক) ২০০০
রর) ছোট প্রশ্নগুলোর উত্তরটি জেনে নেই :
১। ভারত উপমহাদেশের মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা কোনটি?
উত্তর: ভারতীয় উপমহাদেশে মিশরীয় ও মেসোপটেমীয় সভ্যতার সমসাময়িক সভ্যতা হলো সিন্ধু সভ্যতা।
২। ইউরোপে কয়টি নগর সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: ইউরোপে ২টি নগর সভ্যতা গড়ে উঠেছিল।
৩। ভারত উপমহাদেশের কোন সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে?
উত্তর: ভারত উপমহাদেশের সিন্ধু সভ্যতাকে প্রথম নগর সভ্যতা বলে।
৪। কত খ্রিস্টপূর্ব অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল?
উত্তর: খ্রিস্টপূর্ব ২৭০০ অব্দে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল।
৫। কোন সভ্যতা ‘হরপ্পা’ নামে পরিচিত।
উত্তর: সিন্ধু সভ্যতা ‘হরপ্পা’ নামে পরিচিত।
৬। গঙ্গা নদীর উপত্যকায় বিকশিত নগর সভ্যতাকে কী বলে আখ্যায়িত করা হয়?
উত্তর: গঙ্গা নদীর উপত্যকায় বিকশিত নগর সভ্যতাকে ২য় নগর সভ্যতা বলে আখ্যায়িত করা হয়।
৭। ভারত উপমহাদেশের কয়টি প্রতœস্থানে ২য় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে?
উত্তর: ভারত উপমহাদেশের ৪১টি প্রতœস্থানে ২য় নগর সভ্যতার চিহ্ন আবিষ্কৃত হয়েছে।
৮। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প কোথায় আবিষ্কৃত হয়েছে?
উত্তর: বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চিত্রশিল্প নরসিংদীর উয়ারী-বটেশ্বরে আবিষ্কৃত হয়েছে।
৯। উয়ারী-বটেশ্বর কোন জেলায় অবস্থিত?
উত্তর: উয়ারী বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
১০। মহাস্থানগড় বগুড়া শহর থেকে কত কিলোমিটার উত্তরে অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৮ কিলোমিটার উত্তরে অবস্থিত।
বড় প্রশ্নগুলোর উত্তর জেনে নেই :
১। সভ্যতা বলতে কী বোঝায়?
উত্তর: কোনো নির্দিষ্ট অঞ্চলে বসবাসকারী মানুষের জীবন ও জীবিকা, খাদ্যাভাস, চিন্তা-চেতনা, রীতি-নীতি, পোশাক-পরিচ্ছদ, শিক্ষা-দীক্ষা এবং সর্বোপরি তাদের জীবনবোধই হলো সভ্যতা। সভ্যতা মানবজাতির অগ্রগতি ও বিকাশের
বিভিন্ন রূপ ও পথ, যা কালের প্রবাহে প্রতিনিয়ত পরিবর্তিত হয়। যেমনÑসিন্ধু সভ্যতা, মিশরীয় সভ্যতা, পারসীয় সভ্যতা প্রভৃতি।
২। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত নিদর্শনগুলোর বর্ণনা দাও।
উত্তর: সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো নগরে আবিষ্কৃত হয়েছে এক বিশাল গোসলখানা, যা আধুনিককালের
সুইমিংপুলের মতো। অন্যদিকে হরপ্পাতে পাওয়া গেছে উৎপাদিত ফসল রাখার বিশাল শস্যাগার। এছাড়া এ সভ্যতায় বেশ কিছুসংখ্যক পোড়ামাটি, চুনাপাথর ও ব্রোঞ্জের তৈরি মূর্তি পাওয়া গেছে। সিন্ধু সভ্যতার পাথরের বাটখারা ও পুঁতিগুলো দৃষ্টিনন্দন।
৩। সিন্ধু সভ্যতার নগরগুলো কেমন ছিল?
উত্তর: সিন্ধু সভ্যতার নগরগুলোতে ছিল উন্নত পরিকল্পনার ছাপ। এ নগরগুলোতে শহরবাসীর চলাচলের জন্য সুনির্মিত রাস্তা ছিল। রাস্তার পাশে ছিল ডাস্টবিন, সড়কবাতি, পানি নেমে যাওয়ার ড্রেন। একতলা-দোতলা ঘরবাড়িগুলোও পরিকল্পিতভাবে তৈরি হয়েছিল। প্রত্যেক বাড়িতে পানির জন্য কুয়া ছিল। ছোট ড্রেন দিয়ে বাড়ির ময়লা পানি চলে যেত রাস্তার বড় ড্রেনে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়