ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

তিন বন্ধুর বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জয়পুরহাটঃ জেলার ক্ষেতলালে তিন বন্ধু মিলে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার উপজেলার কলিঙ্গা গ্রামের শাহাজুল ইসলামের ছেলে সুমনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরদিন বৃহস্পতিবার ওই মেয়ের মা বাদী হয়ে থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টায় সুমনের বাবা মা বাড়িতে ছিল না। এ সুযোগে তার প্রেমিকা (১৬) ওই ছাত্রীকে স্কুল থেকে খালার বাড়িতে যাওয়ার কথা বলে প্রেমিক সুমনের বাড়িতে নিয়ে যায়। সুমন তার প্রেমিকাকে নিয়ে আলাদা ঘরে গিয়ে অবস্থান করে।

এমন সময় সুমনের তিন বন্ধু চাবি নেওয়ার অজুহাতে বাড়ির ভিতর প্রবেশ করে। ওই ছাত্রীকে ঘরের ভিতরে একা দেখতে পেয়ে দুই বন্ধুর সহায়তায় একজন ঘরের ভিতরে প্রবেশ করে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে সুমন ছুটে এসে তাকে উদ্ধার করে। ওই ছাত্রী বাড়িতে এসে তার মাকে ঘটনাটি জানালে তিনি বৃহস্পতিবার ক্ষেতলাল থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।

এ বিষয়ে সুমনের বাবা শাহাজুল ইসলাম জানান, আমি ওই দিন বাড়িতে ছিলাম না। বাড়িতে এসে এমন ঘটনা জানতে পারি। তিনজন ছেলে আমার বাড়িতে এসে একটি মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। তারা হলো- বড়াইল শেখপাড়া গ্রামের সাইদুরের ছেলে রাব্বী, বাখেড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রাব্বী, কলিঙ্গা গ্রামের মতুর ছেলে চঞ্চল।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ রাজিবুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার একটি অভিযোগ হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়।