শ্রেণিকক্ষে ফিরলেন পদত্যাগকারী সেই শিক্ষক

গোপালগঞ্জঃ ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও ফের চাকরিতে ফিরলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট (টিএইচএম) বিভাগের সভাপতি বাপন চন্দ্র কুরি। তিনি ঐ বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

সম্প্রতি তিনি নতুন করে ঐ বিভাগে যোগদান করেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস বইছে।

এর আগে, গত ১৪ আগস্ট বিকেলে রেজিস্ট্রার দফতরে তিনি হঠাৎ করে পদত্যাগপত্র জমা দেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী মহলে বিপুল আলোচনা সৃষ্টি হয়। পরে তার পদত্যাগ কারণ হিসেবে এক শিক্ষার্থীর বিশৃঙ্খলাকে দায়ী করে অন্য শিক্ষার্থীরা। এরএর দফায় দফায় তাকে ফিরিয়ে আনার চেষ্টা চলে। এই ঘটনার পর্যবেক্ষণের জন্য ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ইশিতা রায়কে সভাপতি ও প্রক্টর ড. কামরুজ্জামানকে সদস্য সচিব করে মোট পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। ঐ ঘটনায় দোষী শিক্ষার্থীকে সে সময়ে সাময়িক বহিষ্কার করা হয়।

প্রিয় শিক্ষক ফিরে আসায় শিক্ষার্থীদের মধ্যে আনন্দ বইছে। উচ্ছ্বাস প্রকাশ করে টিএইচএম বিভাগের শিক্ষার্থী সাদ্দাম হোসেন বলেন, আমরা প্রিয় শিক্ষক ফিরে আসায় অত্যন্ত আনন্দিত। তার মতো একজন আদর্শবান শিক্ষক পাওয়া দুষ্কর। আশা রাখি, তার হাত ধরে আমাদের এই বিভাগ আরো এগিয়ে যাবে।

এ বিষয়ে বাপন চন্দ্র কুরি বলেন, আমার ব্যক্তিগত কারণে ইস্তফা নিয়েছিলাম। তবে কোনো শিক্ষার্থীর প্রতি আমার আক্রোশ নেই। তারা আমার সন্তানতুল্য। তাদের ভুল হলে মার্জনা করার আমাদের দায়িত্ব।

ফিরে আসার বিষয়ে তিনি আরো বলেন, আসলে শিক্ষকতাকে মনেপ্রাণে ধারণ করি। আমার পদত্যাগের পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের যে আন্তরিকতা পেয়েছি তা স্মরণীয়। বিশেষ করে উপাচার্যের আন্তরিকতা আমি মুগ্ধ। তিনি বারবার আমাকে ফিরে আসার অনুরোধ করেন।

বিভাগ নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি জানান, গবেষণাধর্মী শিক্ষায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সব সংকটের মধ্যে আলোর দিশা ফিরিয়ে আনতে আমার চেষ্টা অব্যাহত থাকবে।

রেজিস্ট্রার মো. দলিলুর রহমান বলেন, তিনি হঠাৎ করে সে সময়ে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে পদত্যাগ করেছিলেন। অনেকেই ব্যক্তিগত ক্ষোভে এরকম পদত্যাগ করে। পরে তাকে আমরা অনেক অনুরোধের প্রেক্ষিতে তিনি ফিরে আসেন।

উপাচার্য অধ্যাপক ড. একিউএম মাহবুব বলেন, তিনি অত্যন্ত মেধাবী একজন শিক্ষক। তার পদত্যাগের বিষয়টি আসলেই অনাকাঙ্ক্ষিত ছিল। আমরা তাকে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করেছি।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়