শেরপুরে এইচএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

জিয়াউল হক জুয়েল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজের কৃতি শিক্ষার্থীদের বুধবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২০১৯ সালের এইচএসসি পরীক্ষায় পাশের হারে শেরপুর জেলায় শীর্ষ স্থান অর্জন করে বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান মডেল ডিগ্রি কলেজ।

কলেজের সভাপতি একেএম নুরুল আমিন ছানার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সাংসদ আতিউর রহমান আতিক এমপি।

বিশেষ অতিথি হিসেবে, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফায়েল আহমেদ, শেরপুর সরকারী (বিশ্ববিদ্যালয়) কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারোয়ার জাহান, শেরপুর সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান, ডা. সেকান্দর আলী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ কলেজে ২০১৯ সালে এইচএসসি পরীক্ষায় ২৬০জন অংশগ্রহণ করে ২৫৯জন কৃতকার্য হয়, পাশের হার ৯৯.৬২।