শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ৭ মার্চ উদযাপন

নিজস্ব প্রতিবেদক।।

বাগেরহাটের ফকিরহাট শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কলেজে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে র‌্যালী সহকারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। ফুলেল শ্রদ্ধাঞ্জলি শেষে কলেজের স্বপন দাস অডিটরিয়াম ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ভিডিও উস্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

৭ মার্চ দিবস উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রভাষক সুব্রত কুমার দামের উপস্থাপনায় সভার সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। পরে বক্তব্য রাখেন প্রভাষক চন্দ্রশেখর অধিকারী, প্রভাষক শেখ শামীম ইসলাম, সহকারী অধ্যাপক উৎপল কুমার দাস, সহকারী অধ্যাপক মোসাঃ আতাউন্নেœছা, সহকারী অধ্যাপক দীপঙ্কর রায়, সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, শিক্ষার্থী উম্মে হানী, অনামিকা অধিকারী, ফাতেমা খাতুন প্রমুখ। সভাপতি মহোদয় তার বক্তব্যে বলেন ৭ মার্চের ভাষণ আজ ইউনেস্কোর স্বীকৃতি লাভ করেছে যেটা স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের একটা বিশাল অর্জন।

আজ বিশ্বের বড় বড় বিশ্ববিদ্যালয়ে ৭মার্চের ভাষণ নিয়মিত পর্যালোচনা হচ্ছে। আমাদের ইতিহাস জানতে হলে ৭মার্চের ভাষণ সম্পর্কে জানতে হবে, জানতে হবে ভাষণের পূর্বাপর।