নাজমুল হুদা।।
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আজ ৩০ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ, রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় ডিগ্রি (পাস) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়। কলেজের স্বপন দাশ অডিটোরিয়ামে সহকারী অধ্যাপক মোঃ হোসাইন সায়েদীনের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এছাড়াও ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজের সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলওয়াত করেন ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী ফারজানা খাতুন জুহি এবং গীতা পাঠ করেন আঁখি শীল। এরপর উপস্থিত ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক শেখর চন্দ্র হালদার, মৃত্যুঞ্জয় কুমার দাশ, শেখ তরিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, উৎপল কুমার দাশ, সালমা খাতুন, অপূর্ব লাল সাহা, প্রভাষক শেখ শামীম ইসলাম, চন্দ্র শেখর অধিকারী, সুব্রত কুমার দাম, মোস্তাফিজুর রহমান এবং অনুষ্ঠানের আহবায়ক আমান উল্লাহ সহ প্রমুখ। আলোচকবৃন্দ সকলেই কলেজের আইন শৃঙ্খলা, নিয়ম কানুন, পরীক্ষা পদ্বতি, ড্রেসকোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। সভাপতি মহোদয় তার বক্তব্যের শুরুতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এরপর তিনি সকল ছাত্রছাত্রীকে শৃঙ্খলা মেনে নিয়মিত ক্লাস করার আহবান জানান এবং কিভাবে পড়াশোনা করে কর্মক্ষেত্রে যাওয়া যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অধ্যক্ষ মহোদয় ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করেন। অতঃপর শিক্ষকদের উপস্থাপনায় একটি সমবেত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান শেষ হয়।