নিজস্ব প্রতিবেদক।।
শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের ১০ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ আজ ২২ আগস্ট ২০২৩ খ্রি. রোজ মঙ্গলবার শুরু হয়েছে।
প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়)। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন শিক্ষকগণকে এ প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
আজ সকাল ১০:০০টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করার কথা ছিল জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের, কিন্তু জরুরী কাজ থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারুফা বেগম নেলী, উপজেলা নির্বাহী অফিসার, ফকিরহাট এবং উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং প্রমিক্ষণের শুভ উদ্বোধন করেন স্বপন দাশ, চেয়ারম্যান, ফকিরহাট উপজেলা পরিষদ ও প্রতিষ্ঠাতা, শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, সহকারী জেলা প্রোগ্রামার শাহিনা আক্তার, প্রশিক্ষণের ট্রেইনার রেনেসাঁ রহমান, শুভদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ফারুখুল ইসলাম, বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস আলী শেখসহ প্রমুখ। অনুষ্ঠানে সকল বক্তারা ‘বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞানের গুরুত্ব’ নিয়ে আলেচনা করেন। সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন, আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের জন্য জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগণের ভূমিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষাস্তরের শিক্ষকগণকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি বলে তিনি মনে করেন।
বক্তব্য শেষে সভাপতি মহোদয় ১০দিনব্যাপী উক্ত কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং বঙ্গবন্ধুর ভাষ্কর্যে পুস্পার্ঘ অর্পণ এবং কলেজের শহীদ মিনার চত্বরে স্মারক বৃক্ষ রোপন ও রুপা চৌধুরী লাইব্রেরি পরিদর্শন করেন।