শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজে বার্ষিক ক্রীড়ার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফকিরহাটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের ২৩তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ ১৫ মার্চ, বুধবার সকাল ৯টায় শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত ২দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা, ফকিরহাট উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান স্বপন দাশ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাস।

এ উপলক্ষে সকালে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অতঃপর বেলুন উড়ানোর মধ্য দিয়ে বর্ণাঢ্য ক্রীড়া অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা স্বপন দাশ। অতঃপর প্রজ্বলিত মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী বাক প্রতিবন্ধী শাওন শেখ। এরপর বিভিন্ন ক্রীড়া ইভেন্টগুলো একেক করে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পাঠ্যপুস্তকের পাশাপাশি এ ধরনের সহ-পাঠ্যক্রমিক কার্যাবলি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলে; যা দিয়ে তারা আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে সঠিক নির্দেশনা লাভে সক্ষম হবে। অধ্যক্ষ বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সঙ্গে সম্পৃক্ত করতে তাদের পরিপূর্ণভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মতো বিজয় অর্জন করবে।

উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শেখ সিদ্দিক আলী, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মধুসূদন রায়, ক্রীড়া উদযাপন কমিটির আহ্বায়ক উৎপল কুমার দাসসহ শিক্ষক মন্ডলী ও এলাকার অভিভাবক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এবং আমন্ত্রিত অন্যান্য অতিথিরা শিক্ষার্থীদের এ ক্রীড়া প্রতিযোগিতাগুলো মনোযোগ দিয়ে উপভোগ করেন।