শেকৃবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকাঃ  রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। অনিয়ন্ত্রিত যান চলাচল ও শব্দদূষণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটসংলগ্ন সড়কে অবস্থান নেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হারুন-অর-রশিদ জানান, শিক্ষার্থীরা সড়কে বেঞ্চ-চেয়ার ফেলে যান চলাচল বন্ধ করে দেন। প্রায় ১ ঘণ্টা পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেন তারা।

এদিকে অবরোধের ফলে ওই এলাকার আশেপাশে যানজট তৈরি হয়। আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশন, রোকেয়া সরণিতে আটকে পড়ে গাড়ি।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটসংলগ্ন রাস্তায় অনিয়ন্ত্রিত যানবাহন চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং তীব্র মাত্রার শব্দদূষণ হচ্ছে। এতে রাস্তা সংলগ্ন সিরাজ-উদ-দৌলা হলের শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে।

এ ছাড়া বেপরোয়া যান চলাচল এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির অভাবে ওই সড়কে প্রায়ই চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা দাবি করেন, সকাল ৭টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এবং বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন রাস্তায় যান চলাচল বন্ধ রাখতে হবে। ওই রাস্তায় পর্যাপ্ত পরিমাণ স্পিড ব্রেকার স্থাপন করতে হবে।

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পনা মন্ত্রণালয়ের সামনে থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত বিশেষ নিরাপত্তা বাহিনী নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগত যান চলাচল ও বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা এবং দ্বিতীয় গেটে পর্যাপ্ত আনসার সদস্য মোতায়েন।

শিক্ষার্থী ফাহিম হাসান বলেন, ‘আমরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছি। শব্দের কারণে আমাদের হলের শিক্ষার্থীরা রুমে পড়াশোনা করতে পারেন না।’

এ বিষয়ে প্রক্টর হারুন-অর-রশিদ বলেন, ‘আমরা আগেও সরকারি কর্তৃপক্ষকে এ বিষয়ে জানিয়েছি। এত দিন কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। আমরা বলেছি যে, পুলিশ-প্রশাসনের সঙ্গে আমরা শিগগিরই এটা নিয়ে বসব।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/০৯/২০২৩      

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়