শুধু হাজিরা খাতায় স্বাক্ষর দিতে ছুটির দিনে স্কুলে আসেন প্রধান শিক্ষক
চরফ্যাশন উপজেলার পূর্ব-উত্তর আসলামপুর খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
ভোলাঃ জেলার চরফ্যাশন উপজেলার পূর্ব-উত্তর আসলামপুর খাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোতাছেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সরজমিনে স্কুলে গিয়ে দেখা যায়, মাত্র দুজন সহকারি শিক্ষক দিয়ে বিদ্যালয়ের ক্লাস চলছে। প্রথম শ্রেণির থেকে পঞ্চম শ্রেণিতে মোট ১৯ জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত রয়েছে। ৮ অক্টোবর পর্যন্ত শিক্ষকদের হাজিরা খাতায় প্রধান শিক্ষক মোতাছের এর উপস্থিতির স্বাক্ষর নেই।
জানা যায়, বিদ্যালয়ের পুরাতন ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ১০ বছর আগে নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু নতুন ভবনের টয়লেট না থাকায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের ঝুঁকি নিয়ে পুরাতন ভবনের টয়লেট ব্যবহার করতে হয়। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষক নতুন ভবনে টয়লেট নির্মাণের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছেন।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক আমির হোসেন বলেন, প্রধান শিক্ষক বিদ্যালয়ে না এলেও ছুটির দিন এসে শিক্ষক হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর দেন। তাকে বিদ্যালয় চলাকালে কোনো প্রয়োজনে ফোনেও পাওয়া যায় না। তার অনুপস্থিতির কারণে ধুকে ধুকে চলছে বিদ্যালয়টি।
শিক্ষকরা আরো বলেন, আমরা ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ঝুঁকি নিয়ে পুরাতন ভবনের টয়লেট ব্যবহার করছি, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছি।
সহকারী শিক্ষক নজরুল ইসলাম মুঠোফোনে বলেন, আগের দিন সাংবাদিকেরা বিদ্যালয়ে এসেছেন শুনে ৯ অক্টোবর ভোরে বিদ্যালয়ে এসে শিক্ষক হাজিরা খাতায় একসঙ্গে কয়েকদিনের স্বাক্ষর করে চলে যান মোতাছের।
অভিযোগের বিষয়ে জানতে প্রধান শিক্ষকের সঙ্গে একাধিকবার বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়