নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে গতকাল শনিবার দিনব্যাপী ঢাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণ দিয়েছে ঢাকাভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইনস্টিটিউট ফর সোশাল ট্রান্সফরমেশন (সেইস্ট)।
প্রশিক্ষকরা শিক্ষকদের সামনে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে আনতে পাঠদানকে আকর্ষণীয় করা ও হাতে-কলমে বিজ্ঞান-শিক্ষা দেওয়ার কৌশল উপস্থাপন করেন।
বাংলাদেশ, নেপাল ও ভুটানে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আন্তর্জাতিক এক গবেষণায় দেশের হয়ে নেতৃত্ব দিচ্ছে সেইস্ট।
এর প্রতিষ্ঠাতা ও পরিচালক জুয়েল রানা বলেন, ‘শিক্ষকদের শিখন-দক্ষতা বৃদ্ধি পাশাপাশি আমরা ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে এমন শিশুদের নির্বাচিত করে শিক্ষা অব্যাহত রাখার ব্যাপারে তাদের পরিবারকে প্রেরণা জোগানোর কাজটিও এ গবেষণার অংশ। এ গবেষণায় সহায়তা করছে আইডিআরসি কানাডা ও জিপিই কিক্স।’
শনিবারের প্রশিক্ষণে ঢাকার দুটি সরকারি প্রাথমিক ও দুটি এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এতে বক্তব্য দেন সেইস্টের নির্বাহী পরিচালক ডক্টর ইউ এস রোকেয়া আখতার ও ঢাকা শিক্ষা বোর্ডের প্রাথমিক শিক্ষা অফিসার (অব.) শাহীন আরা বেগম।
হাতে-কলমে বিজ্ঞান শেখানোর ওপরে প্রশিক্ষণ দেন বিজ্ঞান লেখক ও সমাজ গবেষক জাহাঙ্গীর সুর। খান বাহাদুর আহাসানউল্লাহ টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক মো. দেলোয়ার হোসেন গণিত শেখার ক্ষেত্রে শিক্ষার্থীদের চিন্তণ ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয় এর সহকারী শিক্ষক শাহাদাৎ হোসাইন চৌধুরী বিভিন্ন শ্রেণির বিজ্ঞান পরীক্ষণগুলো প্রদর্শন করেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/০২/২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়