শিক্ষা সহায়ক নতুন বই ‘বিজ্ঞান বিভ্রাট-গল্পে গল্পে সমাধান’

ঢাকাঃ শিশু কিশোরদের বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিপ্রিয় প্রজন্ম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কথাপ্রকাশের উদ্যোগে প্রকাশ হয়েছে ‘বিজ্ঞান বিভ্রাট-গল্পে গল্পে বিজ্ঞান’। শিক্ষা সহায়ক এ বইটিতে শিশু কিশোরদের উপযোগী ১০টি গল্প রয়েছে। প্রতিটি গল্পেই বিজ্ঞানের ভিন্ন ভিন্ন বিষয় ব্যাখ্যা ও অলঙ্করণসহ তুলে আনা হয়েছে।

বুদ্ধিদীপ্ত অনুসন্ধিৎসু বালক জিসান ও তার অতি উৎসাহী আদুরে বোন জিনিয়ার প্রতিদিনের পর্যবেক্ষণ, প্রশ্ন আর নানা যুক্তি-জিজ্ঞাসার জট খোলার মাধ্যমে কল্পনা ও বাস্তবের মিশেলে বৈজ্ঞানিক রসদ দিয়ে গল্পগুলো লিখেছেন নাজমুল হুদা। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। মূল্য: ১৫০ টাকা।

শিশু কিশোরদের কাছে বিজ্ঞানকে সহজ, সরস ও আনন্দময় করে তোলার প্রয়াসে গতবছর বইমেলায় ‘জিনিয়াস জিসান-গল্পে গল্পে বিজ্ঞান’ প্রকাশিত হয়। বইটি অভিভাবক শিক্ষক শিক্ষার্থীদের নজর কাড়ে। শিক্ষার্থীদের মন থেকে বিজ্ঞান ভীতি তাড়াতে ও বিজ্ঞান প্রীতি বাড়াতে একই আদলে এবারে ‘বিজ্ঞান বিভ্রাট-গল্পে গল্পে সমাধান’ নিয়ে হাজির হলেন লেখক নাজমুল হুদা।

বাংলাদেশ ব্যাংকে পেশাগত দায়িত্বের পাশাপাশি তিনি বিজ্ঞানভিত্তিক কর্মমুখী শিক্ষার প্রসার, পেশাগত প্রশিক্ষণ ও তরুণদের উদ্বুদ্ধকরণে লেখালেখি সংগঠনসহ সৃজনশীল নানা কাজে সক্রিয়। ‘ক্যারিয়ার ক্যারিশমা’ ‘বিতর্কে হাতেখড়ি, ‘বিশ্বনন্দিত বাংলাদেশি বিজ্ঞানী’ তাঁর উল্লেখযোগ্য প্রকাশনা।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২০/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়