নিজস্ব প্রতিবেদক।।
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে ঝালকাঠি জেলায় কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভোকেশনাল শাখার শিক্ষক বিন-ই-আমিন। তিনি শিক্ষা বিষয়ক শীর্ষস্থানীয় অনলাইন “শিক্ষা বার্তা ডটকম” এর সহকারী সম্পাদক হিসেবে কাজ করছেন।
তিনি ২০০০ সালে এই প্রতিষ্ঠানে শিক্ষকতা পেশায় যোগদান করেন। যোগদানের পর থেকে কারিগরি শাখার পাশাপাশি সাধারণ শাখায় রুটিন তৈরী,পরীক্ষা পরিচালনা,ক্রীড়ানুষ্ঠান পরিচালনা সহ সরকারি সকল অনুষ্ঠানে আন্তরিকতা ও নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছেন।তিনি নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের টানা ৬ বার গর্ভণিং বডির সদস্য ছিলেন।
চারিত্রিকদৃঢ়তা,ব্যক্তিত্ব,সততা,সুনাম,ছাত্রী,অভিভাবক, সহকর্মী ও কর্তৃপক্ষের সাথে সহযোগিতার প্রবণতা,সৃজনশীল দক্ষতা, শৃঙ্খলাবোধ,দায়িত্ববোধ,সময়ানুবর্তিতা, ডিজিটাল কন্টেন্ট তৈরি ও শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া ব্যবহার,পেশাগত গবেষণামূলক সৃজনশীল প্রকাশনা সহ সব দিক বিবেচনা করে জেলা নির্বাচনী বোর্ড তাকে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনয়ন প্রদান করেন।
শিক্ষকতার পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কাজেও তিনি জড়িত। অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন (নলছিটি মানব কল্যাণ সংগঠন “মাকস) এর সদস্য সচিব তিনি।
বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের জন্য শিক্ষা বার্তা পরিবার তার সফলতা কামনা করছে।