শিক্ষাবার্তা ডেস্ক :
দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার পাশাপাশি তা নিবিড় মনিটরিং করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার সপারিশ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদের শিক্ষামন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত পরিপত্রে সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশ মোতাবেক দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করার পাশাপাশি তা নিবিড় মনিটরিংএর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অফিস ও প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি নিশ্চিতকরণের নির্দেশ দেয়া হয়েছে।