নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বিভিন্ন সরকারি কলেজে কর্মরত বিসিএস সাধরণ শিক্ষা ক্যাডারভুক্ত ২৪ জন শিক্ষককে বদলি ও নতুন পদায়ন দেয়া হয়েছে।
রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন এবং সিনিয়র সহকারী সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাঁদের বদলি ও নতুন পদায়ন করা হয়।
তাদের মধ্যে ৫ জন অধ্যাপক, ১৬ জন সহযোগী অধ্যাপক ও ৩ জন সহকারী অধ্যাপক রয়েছেন। বদলিকৃতদের ৫ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে বলা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩০/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়