শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে বাবাকে সভাপতি বানালেন শিক্ষক

পটুয়াখালীঃ দশমিনার পূর্ব আলীপুরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. কামাল মেলকারের বিরুদ্ধে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়ার স্বাক্ষর জালের অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত শিক্ষক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জাল করে গোপনে নিজের বাবা আবদুল লতিফ মেলকারকে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি নির্বাচিত করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্র্তা নিজেই।

জানা যায়, জুন মাসে ওই মাদ্রাসার বিএসসি শিক্ষক মো. কামাল মেলকার তার বাবা আবদুল লতিফ মেলকারকে গোপনে সভাপতি করে ম্যানেজিং কমিটি গঠন করেন। এ ঘটনায় ২০ জুলাই গোপনে কমিটি করে ৩০ লাখ টাকার বিনিময়ে সুপার, সহসুপার, অফিস সহকারী ও পরিচ্ছন্নতাকর্মীসহ পাঁচটি পদে নিয়োগ বাণিজ্যের পাঁয়তারার অভিযোগে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন কুদ্দুস সরদার নামে এক ব্যক্তি। ওই ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন ইউএনও।

তদন্ত কর্মকর্তারা প্রাথমিকভাবে গোপনে কমিটি গঠনের সত্যতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে জানতে শিক্ষক কামাল মেলকারকে বেশ কয়েকবার ফোন ও খুদে বার্তা পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি।

ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষর জালের বিষয়টি মৌখিকভাবে শুনেছি। তদন্ত প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়