ঢাকাঃ নতুন শিক্ষাক্রম অনুযায়ী ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এ কার্যক্রম। দেশের অন্য সব প্রতিষ্ঠানের মতো রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজেও শিক্ষার্থীদের মূল্যায়ন শুরু হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো, শিক্ষার্থী মূল্যায়ন শুরুর পর শিক্ষকদের এ বিষয়ে নির্দেশনা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আগামীকাল শনিবার শিক্ষার্থীদের মূল্যায়নের বিষয়ে নির্দেশনা দিতে প্রতিষ্ঠানটির সব শাখার শিক্ষকদের মতিঝিল শাখায় যেতে বলা হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানের ভেতরে-বাইরে চলছে নানা সমালোচনা।
অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, মতিঝিল আইডিয়ালের গভর্নিং বডির মেয়াদ শেষ হবে আগামী ১৯ নভেম্বর। সম্প্রতি প্রতিষ্ঠান সিদ্ধান্ত নিয়েছে, ১১ নভেম্বর অর্থাৎ আগামীকাল গভর্নিং বডির সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হবে। এ কারণে শিক্ষার্থীদের ১১ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে ২৭ নভেম্বর নেওয়া হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে সেখান থেকে সরে আসে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। সহকারী প্রধান শিক্ষকদের দিয়ে সব শাখায় মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয় এ নির্দেশনা । তবে শনিবার বিকল্প কিছু করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। সেই জেরেই এদিন ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশনার বিষয়টি উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিজানুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ নভেম্বর দ্বিতীয়, চতুর্থ, অষ্টম, নবম ও দশম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা অনিবার্য কারণে আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। তবে, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দিষ্ট তারিখ ও সময় অনুযায়ী ওই দিন সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেদিন দুপুর আড়াইটায় সব শাখার সব শিক্ষককে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বার্ষিক মূল্যায়ন নির্দেশনার জন্য মতিঝিল শাখার মিলনায়তনে থাকতে বলা হয়েছে।
সহকারী প্রধান শিক্ষকদের উপস্থিতিতে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয়, ১১ নভেম্বরের বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষা ২৭ নভেম্বর একই সময়ে হবে।
প্রতিষ্ঠানের গভর্নিং বডির এক সদস্য বলেন, কোথাও কি গভর্নিং বডির বিদায়ী অনুষ্ঠান হয়? কিন্তু প্রতিষ্ঠানটি এ কাজ করতে চেয়েছে, যার টাকা যাবে শিক্ষার্থীদের পকেট থেকে। সে কারণে অনেকেই এর প্রতিবাদ জানিয়েছেন। আরেক সদস্য বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন শুরু হয়ে গেছে। প্রতিষ্ঠান যদি সব শাখার শিক্ষকদের এ দুই শ্রেণির মূল্যায়নের বিষয়ে কোনো নির্দেশনা দেওয়ার থাকে সেটি তো মূল্যায়ন শুরুর আগে দেওয়ার কথা। এখন দেওয়া হচ্ছে কেন? মূলত গভর্নিং বডিকে সংবর্ধনা দেওয়ার জন্য শিক্ষকদের ডাকা হলেও পরে সেটি সমালোচনার কারণে ভেস্তে যায়। শিক্ষকদের যেহেতু ডাকা হয়ে গেছে, তাই বিকল্প হিসেবে তারা মূল্যায়নের বিষয়টি সামনে এনেছেন। এখানে মূলত বর্তমান কমিটির সভাপতিকে আগামী এডহক কমিটিতে রাখা যায় কি না, সেটাই আলোচনা হতে পারে।
এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি কেটে দেন। পরে খুদেবার্তা পাঠিয়ে কল করা হলেও তিনি সাড়া দেননি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১০/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়