নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ নতুন শিক্ষাক্রমে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মূল্যায়নে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নৈপুণ্য অ্যাপে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। অ্যাপটিতে লগইনসহ ব্যবহার বিধি নিয়ে বিভিন্ন জটিলতার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এসব সমস্যা নিয়ে ২৯টি প্রশ্নের উত্তর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-মাউশি।
সম্প্রতি মাউশির এক বিজ্ঞপ্তিতে এসব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে।
মাঠ পর্যায়ে এসব নির্দেশনা পৌঁছে দেওয়া নির্দেশ দেওয়া হয়েছে।
বিভিন্ন প্রশ্নের উত্তরে মাউশি জানায়, ইআইআই বা রেজিস্ট্রেশনবিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এই অ্যাপ ব্যবহারের জন্য পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেসব প্রাথমিক বিদ্যালয় অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান পরিচালনা করা হয়, সেসব প্রধান শিক্ষকদের পিডিএস আইডি না থাকায় পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করতে হবে। শব্দ জাতীয়করণকৃত শিক্ষা প্রতিষ্ঠানসহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নাই, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে এই অ্যাপেল স্টেশন করতে পারবেন।
এ ছাড়াও অ্যাপটিতে সিনিয়র শিক্ষক পদ সংযুক্ত করার কাজ চলমান।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যারা রেজিস্ট্রেশনের জন্য ফরম পূরণ করেছেন কিন্তু মেসেজ পাননি, তাদের অপেক্ষা করতে হবে। ৮ নভেম্বর ডাটা ইনপুট এর সময়সীমা শেষ হলেও এই কার্যক্রম চলমান থাকবে। নৈপুণ্য অ্যাপ মোবাইল থেকে ডাউনলোড না হলে ডেক্সটপ থেকে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়