চট্টগ্রামঃ মহানগরীর বন্দর এলাকায় চার শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার মার্কাজুল হুফফাজ মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
পুলিশ জানিয়েছে, ওই মাদরাসায় ৫০ থেকে ৬০ জন ছাত্র পড়ালেখা করে। ২০ অক্টোবর ও ৩ নভেম্বর মাদরসার এক শিক্ষার্থীকে যৌন হয়রানি করেন অভিযুক্ত শিক্ষক।
এ সময় ওই ছাত্রকে বলাৎকারের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তার শিক্ষকের বিরুদ্ধে মাদরাসার আরো তিন শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
এদের মধ্যে এক শিক্ষার্থীর বাবা ওই শিক্ষককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বন্দর থানায় মামলা করেছেন। সেই মামলায় শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওসি বলেন, ঘটনার বিষয়টি এক ছাত্র তার পরিবারকে জানিয়েছে। এরপর মাদরাসা পরিচালক অভিযুক্ত শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলে তিনি বিষয়টি স্বীকার করেছেন।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৪/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়