শিক্ষার্থীদের মারে ঠোঁট কাটল প্রধান শিক্ষকের

শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ নকল করতে বাধা দেওয়ায় পরীক্ষাকেন্দ্রের চেয়ার-বেঞ্চ ভাঙচুরের অভিযোগ উঠল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিরুদ্ধে। ক্ষুব্ধ পরীক্ষার্থীদের হাতে প্রহৃত হন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এক শিক্ষিকা। ঘটনার জেরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় ভারতের পশ্চিমবঙ্গের  কালিয়াচক ২ নম্বর ব্লকের রথবাড়ি হাইস্কুলে। অভিভাবকরাও মারমুখী হয়ে বিদ্যালয়ে ঢুকতে গেলে পুলিশ তাঁদের আটকে দেয়। ছাত্র ও অভিভাবকদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। পরে মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় রথবাড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক সমন্বয় সরকার মোথাবাড়ি থানাতে অভিযোগ দায়ের করেছেন। বিডিও জানিয়েছেন, ঘটনায় বাঙ্গিটোলা হাইস্কুলের ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষা দপ্তর, পুলিশ ও প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। দোষী ছাত্রদের শাস্তির আশ্বাস মিলেছে প্রশাসনের তরফে।

রথবাড়ি স্কুলের প্রধান শিক্ষক সমন্বয় সরকার বলেন, ‘বিদ্যালয়ের দোতলায় একটি ঘরে বাঙ্গিটোলা হাইস্কুলের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছিল। তাদের বেশিরভাগের কাছেই নকল ছিল। পরীক্ষা শুরুর দেড় ঘণ্টা পর আমি সেই ঘরে যাই। এক ছাত্রের নকল কেড়ে নিলে সে আর পরীক্ষা দেবে না বলে প্রশ্নপত্র নিয়ে চলে যেতে চায়। প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আমি তাকে আটকাই। তখন বেশ কয়েকজন ছাত্র এসে আমার সঙ্গে দুর্ব্যবহার করে এবং এলোপাতাড়ি ঘুসি মারতে থাকে। এতে আমার ঠোঁট কেটে যায় ও মাথায় আঘাত লাগে। বিষয়টি নিয়ে আমি বাঙ্গিটোলা হাইস্কুলের ওই ছাত্রদের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছি।’

সেন্টার সেক্রেটারি মহম্মদ ফারুক হোসেন বলেছেন, ‘এই ঘটনা অত্যন্ত দুঃখজনক। এভাবে অবাধে নকল করতে দেওয়া যায় না। প্রতিবাদ করলেই শিক্ষকেরা মার খাচ্ছেন। বহু শিক্ষক ভয়ে প্রতিবাদ করেন না। যে ঘরে ঘটনাটি ঘটেছে, সেখানে বেশিরভাগ ছাত্রের পকেটেই নকল ছিল।’

এই বিষয়ে কালিয়াচক ২-এর বিডিও রামাল সিং বিরদী জানিয়েছেন, ৬ জন ছাত্রের বিরুদ্ধে শিক্ষা দপ্তর ও পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। আগামীকাল থেকে নজরদারি আরও বাড়ানো হবে। কোনও ছাত্রের বেয়াদপি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন বিডিও। অন্যদিকে, বাঙ্গিটোলা হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক সৌমিত্র সেনগুপ্তর বক্তব্য, ‘আর যেন এমন কোনও ঘটনা না ঘটে, সেবিষয়ে ছাত্রদের নির্দেশ দেওয়া হয়েছে।’

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৭/০৩/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়