নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ জেলার বাঘায় বেসরকারি এমপিওভুক্ত ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নিজ নিজ প্রতিষ্টানে জাতীয়করণের দাবিতে কর্মবিরতি পালন করেন।
বুধবার সকালে শিক্ষার্থীদের উপস্থিতি স্বাক্ষরের পরে প্রথম ক্লাস হতে তৃতীয় ক্লাসের সময় পর্যন্ত কর্মবিরতি পালন করেন।
পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, পাঠ্যক্রম সিলেবাস, আইন এবং একই মন্ত্রণালয়ের অধীনে শিক্ষাব্যবস্থা পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার সিলেবাস যদি সরকারি বেসরকারি স্কুলে এক হয়, তাহলে শিক্ষকদের ক্ষেত্রে বেতন তারমত্য কেন? সরকারি ও বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক পার্থক্য কেন? তাই কেন্দ্রয় কর্মসূচীর অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে।
বাঘা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও বাঘা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী দেওয়ান বলেন, স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে। কিন্তু বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারি পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
সরকারের কাছে বারবার জাতীয়করণের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু এমপিওভুক্ত শিক্ষকদের আবেদনে সাড়া না দেওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্তে কর্মবিতরতি পালন করা হয়।
এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম হাসান বলেন, এমন কর্মসুচির বিষয়ে আমি অবগত নেই।