অনলাইন ডেস্ক।।
জানা যায়, ভর্তি নিয়ে একাধিক দালালচক্র সক্রিয়। এদের সঙ্গে যোগাযোগ রয়েছে শিক্ষাবোর্ডগুলোর এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর। চক্রটি বিভিন্ন কোচিং সেন্টার, এমনকী স্কুল থেকেও শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে তাদের অজান্তে আবেদন করে। আবার বোর্ডের কেন্দ্রীয় ওয়েবসাইটের আদলে ভুয়া ওয়েবসাইট করে শিক্ষার্থীদের তথ্য নিয়ে পরে আবেদন করছে।
শিক্ষার্থী না পাওয়া কলেজগুলোর তালিকায় আছে রাজধানীর উত্তরার স্টামফোর্ড কলেজ, মিরপুরের সরোজ কলেজ, খান ইন্টারন্যাশনাল কলেজ, নিকুঞ্জ এলাকার রেসিডেন্সিয়াল ল্যাবরেটরি কলেজ, সাভারের টাঙ্গাইল রেসিডেনসিয়াল কলেজ, খিলগাঁও এলাকার প্রাইম সিটি ইন্টারন্যাশনাল কলেজ, মোহাম্মদপুরে ট্রিনিটি কলেজ, মতিঝিলের ওয়েস্টার্ন কলেজ, যাত্রাবাড়ী এলাকার নর্দান ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ,মগবাজার এলাকার ন্যাশনাল ব্যাংক পাবলিক স্কুল এন্ড কলেজ, তেজগাঁও এলাকার সিভিল এভিয়েশন কলেজ, রাজধানীর সাতমসজিদ রোডের ঢাকা পাবলিক স্কুল এন্ড কলেজ, গ্রীনরোডের আনোয়ার আইডিয়াল কলেজ, কেরানীগঞ্জের লাইসাম কলেজ, টঙ্গীর পূবাইল কমার্স কলেজ, নবাবগঞ্জ উপজেলার নবাবগঞ্জ পাইলট হাই স্কুল এন্ড কলেজ। শিক্ষার্থী না পাওয়া কলেজের তালিকায় আরও আছে, বাঁধন মাল্টিলিটারাল স্কুল এন্ড কলেজ, ধ্রুবসুর আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, অক্সফোর্ড অ্যাকাডেমি, বড়গ্রাম হাই স্কুল এন্ড কলেজ, ভার্সেটাইল মডেল কলেজ, ট্যালেন্ট ক্যাম্পাস কলেজ, সিএসডি কলেজ, বৈকাল কলেজ, সমতা কলেজ, দ্যা অস্ট্রালেসিয়ান কলেজ, আল ফুরকান ইংলিশ হাই স্কুল এন্ড গার্লস কলেজ, উত্তরা অন্বেষণ মডেল কলেজ, হলি ফ্লাওয়ার মডেল কলেজ, সিটি রয়েল কলেজ, হার্ভার্ড ইন্টারন্যাশনাল কলেজ, ঢাকা ইডেনবার্গ ইন্টারন্যাশনাল কলেজ, ন্যাশনাল গার্লস কলেজ, অক্সফোর্ডিয়ান ল্যাবরেটরি কলেজ, নিউ সৃষ্টি কলেজ, হলি ফ্যামিলি পাবলিক কলেজ, ঢাকা,বর্ণমালা আইডিয়াল কলেজ, সাইনবোর্ড মডেল কলেজ, ধামরাই মডেল কলেজ, ন্যাশনাল রেসিডেন্সিয়াল কলেজ এবং রায়পুরা মডেল কলেজ,অক্সফোর্ড ইন্টারন্যাশনাল কলেজ।