শিক্ষার্থীদের দিয়ে মানবন্ধন: প্রধান শিক্ষকের এমপিও বন্ধ, কমিটি বাতিল

মুন্সীগঞ্জঃ জেলার সিরাজদিখান উপজেলার শেখর নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে ক্লাস বন্ধ করে মানববন্ধন করানোর অভিযোগ শিরোনামে গত ২০শে মার্চ একটি ইংরেজি পত্রিকার অনলাইন বাংলা ভার্সনে সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে শিক্ষা অধিদপ্তর। জেলা শিক্ষা অফিস থেকে তদন্ত শেষে প্রায় ৪ মাস পর গত ১০ই জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেনো ব্যবস্থা নেয়া হবে না সেই কারণ দর্শানোর নোটিশ দেয়।

অভিযোগের সত্যতা পাওয়ার পরে গত আগস্ট মাস থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের এমপিও’র বেতন স্থগিত করে দেয় শিক্ষা অধিদপ্তর। এরপর গত ১১ই সেপ্টেম্বর ম্যানেজিং কমিটি বাতিলসহ নতুন কমিটি গঠনের নির্দেশ দেয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ড।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন করানোর কারণে শাস্তিস্বরূপ আমার বেতন স্থগিত করা হয়েছে।

বিদ্যালয়ের সভাপতি পলু দাস বলেন, আমিতো নারায়ণগঞ্জে থাকি তাই এখনো চিঠি হাতে পাইনি। রোববার বিদ্যালয়ে গিয়ে চিঠি দেখে মন্তব্য করতে পারবো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/০৯/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়