নিজস্ব প্রতিবেদক।।
গাজীপুরের কালীগঞ্জে আসামি গ্রেপ্তার করতে গিয়ে রিফাত (১৮) নামের এক কলেজছাত্রকে মারধর করা উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল হককে ক্লোজড করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) রাত ১২টার দিকে তাকে ক্লোজড করে গাজীপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
বুধবার (৩ মে) রাতে এসআই আজহারুল হকের ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার উখিং মে।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১ মে) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের একটি ঘটনায় আদালতের নির্দেশে কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু (নং ১) হয়। সেই মামলায় ওই ইউনিয়নের আজমতপুর বিশ্বরোড চৌরাস্তার কেএন এন্টারপ্রাইজ ফিলিং স্টেশনে আসামি ধরতে যান মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাজহারুল হক। ওই সময় কিছু অনাকাঙ্খিত ঘটনার সৃষ্টি হয়।
ভুক্তভোগী কলেজ শিক্ষার্থী রিফাত বলেন, সোহাগ নামে এক আসামি ধরতে যান ওই এসআই। এসময় তাকে না পেয়ে আমার কাছে তার মোবাইল নম্বর চান। আমি নাই বললে ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করে। চর-থাপ্পর, চুল ও কান ধরে টানাটানি করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে। পরে আমি বিষয়টি স্থানীয় সংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করি।
ক্লোজড হওয়া উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, আমি এখন গাজীপুর পুলিশ লাইনে আছি। গত ১ মে আসামি ধরতে গেলে রিফাত নামের ওই শিক্ষার্থী আমাদের কাজে বাধা দেয়। এসময় তাকে একটি থাপ্পড় দেই। কিন্তু পরে যখন জানতে পারি সে স্থানীয় একজন সাংবাদিকের ছেলে, তখন তাকে সঙ্গে নিয়ে তার বাড়িয়ে যাই। ওর বাবার কাছে দুঃখ প্রকাশ করেছি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৫/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়