শিক্ষামন্ত্রীর আশ্বাসে কর্মসূচি স্থগিত করল সেসিপ কর্মকর্তা-কর্মচারীরা

ঢাকাঃ চাকরি রাজস্ব খাতভুক্ত করার দাবিতে আন্দোলনরত সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্টের (সেসিপ) কর্মকর্তা-কর্মচারীরা আগামী ৪ নভেম্বর পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছেন।

বুধবার (২৫ অক্টোবর) শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তারা এ ঘোষণা দেন। বৈঠকে মন্ত্রী সেসিপ কর্মকর্তা-কর্মচারীদের দাবি পূরণে আশ্বাস দিয়েছেন।

বৈঠকের পর সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক শামীমা ফেরদৌসির সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সেসিপে কর্মরত এক হাজার ১৮৭ কর্মকর্তা-কর্মচারীর চাকরি রাজস্বখাতে স্থানান্তরের কাজ দ্রুত শেষ করার দাবিতে মাউশি চত্বরে গত ২২ ও ২৩ অক্টোবর সেসিপ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ অবস্থান কর্মসূচি পালন করে।

এরপর বুধবার শিক্ষামন্ত্রীর বাসভবনে ডা. দীপু মনি ও মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সেসিপ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের বৈঠক হয়। সেখানে শিক্ষামন্ত্রী দাবি যৌক্তিক উল্লেখ করে চাকরি স্থায়ী করার প্রতিশ্রুতি দেন। মন্ত্রীর আশ্বাস ও প্রতিশ্রুতিতে আগামী ৪ নভেম্বর পর্যন্ত সব কর্মসূচি স্থগিত করা হলো।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৬/১০/২০২৩    

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়