শিক্ষাবার্তা’র বার্তা সম্পাদক জেলায় ৪র্থ বারের মতো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৩ সালের জাতীয় শিক্ষা সপ্তাহের জেলা পর্যায়ে কারিগরি শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হলেন শিক্ষা বিষয়ক জনপ্রিয় অনলাইন শিক্ষাবার্তা ডটকম’র বার্তা সম্পাদক বিন-ই-আমিন। তিনি ঝালকাঠি জেলার নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের কারিগরি শাখার শিক্ষক। এর আগেও তিনি ৩ বার জেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। তিনি ২০০০ সালের ১৩ এপ্রিল ঝালকাঠির নলছিটি গার্লস স্কুলের কারিগরি শাখায় শিক্ষকতা শুরু করেন। শুরু থেকেই কারিগরি শাখার পাশাপাশি সাধারণ শাখায় ক্রীড়ানুষ্ঠান পরিচালনা, পরীক্ষা পরিচালনা সহ বিভিন্ন কার্যক্রমে তার নিষ্ঠা,আন্তরিকতা,দক্ষতার পরিচয় দিয়ে আসছেন।

চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, পাঠদানে নিয়মানুবর্তিতা, গুনগতমানের শিক্ষায় সৃজনশীল উদ্যোগ, শ্রেণি পাঠদানে সক্ষমতা,কমিটির কাজে দক্ষ ও আর্থিক শৃঙ্খলা সহ বিভিন্ন দিক বিবেচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জণ করেন। এর আগেও ২০১৮,২০১৯ ও ২০২২ সালে জেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন। তার এ সাফল্যে শিক্ষাবার্তা পরিবার গর্বিত ও আনন্দিত।
শিক্ষক বিন-ই-আমিন শিক্ষকতার পাশাপাশি সামাজিক কাজেও জড়িত।

তিনি নলছিটি মানব Hadn’t সংগঠন( মাকস) এর সদস্য সচিব ও নলছিটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সংগঠন “মাধ্যমিক শিক্ষক ফোরাম নলছিটি”র সভাপতি। তিনি বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় লেখালেখির সাথে জড়িত।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/০৮/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়