শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের জেরে প্রতিবাদ বিজ্ঞাপন ছাপালো সেই অধ্যক্ষ মোশাররফ
শিক্ষাবার্তা ডেস্ক, ঢাকাঃ ‘জালিয়াতি করে ১৩ বছর ধরে মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন’ শিরোনামে গত ২৮ অক্টোবর শিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদের প্রতিবাদ গতকাল সোমবার দৈনিক ইনকিলাব পত্রিকার প্রিন্ট সংস্করণে বিজ্ঞাপন হিসেবে প্রকাশ পায় যা শিক্ষাবার্তা’ কর্তৃপক্ষের নজরে আসে। শিক্ষাবার্তা’র সংবাদ প্রকাশের জেরে অন্য একটি পত্রিকায় প্রতিবাদ লিপির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষা বিষয়ক দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে শিক্ষাবার্তা’ পাঠকদের মধ্যে যেন ভ্র্যান্ত ধারণা তৈরি না হয় তদপুরি যথাযথ জবাব দেওয়ার প্রয়োজন মনে করে।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনকে নিয়ে প্রকাশিত সংবাদের জেরে ইনকিলাব পত্রিকায় যে প্রতিবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা হুবহু নিন্মরুপঃ
‘গত ২৮-১০-২০২৩ ইং তারিখে শিক্ষা বার্তা ডটকমে উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হতে না পারলেও অধ্যক্ষ পদে এমপিওভুক্ত হয়ে সরকারি অর্থের তছরূফ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। যাহা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হলো আমি মো: মোশারফ হোসেন অধ্যক্ষ, ইসলামপুর (ভুঙ্কুর) সিদ্দিকীয়া আলিম মাদ্রাসা, নন্দীগ্রাম, বগুড়া, গত ২৩-০৪ ২০১২ ইং তারিখে বিধি মোতাবেক যোগ্যতা-অভিজ্ঞতাসহ নিয়োগপ্রাপ্ত হয়ে এমপিওভুক্তির মাধ্যমে দীর্ঘ (১২) বছর যাবৎ সুনাম ও দক্ষতার সাথে চাকুরি করে আসছি। উক্ত সংবাদে আমার পূর্ব অভিজ্ঞতা সংক্রান্ত যে বর্ণনা দেওয়া হয়েছে তাহা সঠিক নয়। আমার পূর্ববর্তী চাকুরি তৎকালীন বিধি মোতাবেক যথাযথ ছিল তাতে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। সুতরাং আমি বিধি মোতাবেক চাকুরি করে আসছি। এক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় বা তছরূফ হচ্ছে না। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । – মো: মোশারফ হোসেন । মোবাইল: ০১৫৪০-৩৪১২০২। PC-145079’
শিক্ষাবার্তার ‘প্রতিবেদকের বক্তব্য
‘জালিয়াতি করে ১৩ বছর ধরে মাদ্রাসার অধ্যক্ষ মোশাররফ হোসেন’ শিরোনামে এবং ‘উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হতে না পারলেও অধ্যক্ষ পদে এমপিওভুক্ত হয়ে করছেন সরকারি অর্থের তছরুপ’ উপ-শিরোনামে গত ২৮ অক্টোবর শিক্ষাবার্তা’য় যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ রুপে বিগত ০১ ডিসেম্বর ২০১১ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন আলোকে গত ২৩ এপ্রিল ২০১২ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পত্র এবং সর্বশেষ ২০২১ সালের ৮ ডিসেম্বর তারিখে করা মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর কর্তৃক তদন্ত প্রতিবেদনের সূত্রে করা। এখানে শিক্ষাবার্তা’ তিন প্রতিবেদনের আলোকে এই সংবাদ প্রকাশ করে।
সর্বশেষ বিগত ৮ ডিসেম্বর ২০২১ তারিখে মাদ্রাসা শিক্ষ অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির স্বাক্ষরিত চিঠিতে অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে চিঠি ইস্যু করে। এই তদন্ত কমিটিতে সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসা, বগুড়ার সহকারী অধ্যাপক ড. আৰু জাফর মুহাম্মদ ইউসুফ ও একই মাদ্রাসার সহকারী অধ্যাপক জি এম শামছুল আলমকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়। ১৭ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে ০১ জানুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত তদন্ত করে মাদ্রাসা অধিদপ্তরে তদন্ত প্রতিবেদন জমাদেন তারা। সূত্র জানিয়েছে, তদন্তে তার অনিয়মের বিস্তারিত উঠে এসেছে এবং অধ্যক্ষ পদে তার নিয়োগ অবৈধ এবং এমপিও পাওয়ার অযোগ্য তা তুলে ধরা হয়েছে।
০১ ডিসেম্বর ২০১১ তারিখে প্রভাষক পদ অবৈধ হওয়ার পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন প্রকাশ হয় এবং সেই প্রতিবেদনের আলোকে ২০১২ সালের ২২ মে ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক তার বেতন ভাতা স্থগিত সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনামূলক চিঠি প্রেরণ করা হয়। এই চিঠির আলোকে ২০ ফেব্রুয়ারি ২০১১ ইং তারিখে উপাধ্যক্ষ পদে নাংলু এম.কে.এম. ফাজিল ডিগ্রি মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে যোগদান করে ২৩ এপ্রিল ২০১২ ইং তারিখ পর্যন্ত এমপিওভুক্ত হতে পারেননি। আর এই না পারা পিছনে তার প্রভাষক পদে অবৈধভাবে নিয়োগের বিষয়টি মাউশি থেকে চিঠি দেওয়া হয়।
প্রভাষক পদে নীতিমালা বহির্ভূতভাবে নিয়োগ লাভ করে যে ব্যক্তি উপাধ্যক্ষ পদে যোগদান করে এক বছরেরও বেশি সময় ধরে এমপিওভুক্ত হতে পারলেন না সে ব্যক্তি অপর একটি মাদ্রাসায় অধ্যক্ষ পদে যোগদান করে কিভাবে অধ্যক্ষ পদে এমপিওভুক্ত হলেন সে বিষয়টি নিয়ে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়।
প্রতিবেদককের শেষ মন্তব্যঃ বগুড়ার নন্দীগ্রামে ইসলামপুর ভূস্কুর সিদ্দিকীয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেন এতটাই ধূর্ত নিজের অবৈধ নিয়োগ এবং এমপিওভুক্তি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট পত্রিকায় প্রতিবাদ লিপি পাঠানোর সাহস করেনি। অর্থ ব্যয় করে অন্য একটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে। তার বিরুদ্ধে করা সংবাদের সম্পূর্ণ তথ্য প্রমাণ শিক্ষাবার্তা’র বার্তা কক্ষে সংরক্ষিত আছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/৩১/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়