শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশ, সেই অধ্যক্ষ মইনুলকে অধিদপ্তরে তলব
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের জেরে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হুলিয়ারপাড়া জামেয়া কাদেরিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মইনুল ইসলাম পারভেজ (ইনডেক্স নং— ৩২০৮৫৮) কে তলব করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
গতকাল রবিবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোঃ লুৎফর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে তাকে তলব করা হয়।
আদেশে বলা হয়, সুনামগঞ্জ জেলার জগন্নাতপুর উপজেলাধীন হুলিয়ারপুর জামেয়া কাসেমিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: মইনুল ইসলাম পারভেজ (ইনডেক্স: S320858) এর বিরুদ্ধে গত ১৩/১০/২০২৩ তারিখের “শিক্ষাবার্তা” পত্রিকার প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায় যে, অভিজ্ঞতা বিহীন ও জালিয়াতির মাধ্যমে ১৭ বছর ধরে অধ্যক্ষ পদে কর্মরত এবং অর্থ আত্নসাৎসহ অন্যান্য অভিযোগ উল্লেখ রয়েছে। যা মাদ্রাসা শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। আপনার প্রভাষক/অধ্যক্ষ পদের নিয়োগ কার্যক্রম ও পত্রিকায় প্রকাশিত নানা অনিয়মের বিষয়ে যাচাই-বাছাই করা প্রয়োজন।
এমতাবস্থায়, আপনার নিয়োগ, যোগদান, পত্রিকার মূলকপি,ব্যানবেইস তালিকা ও প্রয়োজনীয় সকল কাগজপত্রের মূল কপিসহ আগামী ২৩/১০/২০২৩ তারিখে সকাল ১০:০০ ঘটিকায় নিম্নস্বাক্ষরকারীর নিকট স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মাদ্রাসা অধিদপ্তর সূত্র জানিয়েছে, শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর মাদ্রাসা অধিদপ্তর তার প্রাথমিক সত্যতা পাওয়ায় অধ্যক্ষ মো: মইনুল ইসলাম পারভেজ এর প্রভাষক পদে নিয়োগ এবং অধ্যক্ষ পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে অধিদপ্তরে তলব করা হয়।
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর জালিয়াতির মাধ্যমে ১৭ বছর ধরে অধ্যক্ষ মইনুল ইসলাম পারভেজ! শিরোনামে শিক্ষাবার্তা’র অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে তা নজরে আসে অধিদপ্তরে। চার বছর প্রভাষক পদে চাকরি করেই ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং প্রভাষক পদে পাঁচ বছরের মাথায় অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছিলেন মো. মইনুল ইসলাম পারভেজ। শুধু তাই নয় নানা অনিয়মের কারণে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এই অধ্যক্ষের এমপিও বাতিল কেন হবে না জানতে চেয়ে শোকজ করা হয় চলতি বছরের গত ২৫ জুন । এছাড়াও মাদ্রাসার উন্নয়নে লন্ডন প্রবাসীদের দেওয়া অনুদানের অর্থ আত্মসাৎ মামলায় চলতি বছরের গত ৫ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর ১৬ দিনের কারাবরণ করেন (বর্তমানে জামিনে আছেন) এই অধ্যক্ষ। অধ্যক্ষের নানা অনিয়ম নিয়ে গত ২ অক্টোবর “অনিয়মের হোতা অধ্যক্ষ মইনুলকে অধিদপ্তর শোকজ করলেও বন্ধ হয়নি এমপিও” শিরোনামে শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশিত হয়।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়