শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণ: শিক্ষকদের টাকা প্রশিক্ষকের পকেটে!

মৌলভীবাজারঃ জেলার জুড়ীতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের শিক্ষাক্রম বিস্তরণ প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ইউআরসি প্রশিক্ষক প্রতিজনকে ৮০ টাকা করে কম দিয়ে সেই টাকা ও নিন্মমানের প্রশিক্ষণ উপকরণ প্রদানের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, জউচচ অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে সারা দেশে শিক্ষকদের জন্য কারিকুলাম বিস্তরণ-২০২১ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ চলছে। জুড়ী উপজেলায় প্রতি ব্যাচে ৩০ জন করে ১২ ব্যাচে ৩৬০ জনকে প্রশিক্ষণ। উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহা. আবু রাইহান প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সম্মানি ভাতা ১৫০০ টাকা, আপ্যায়ন ভাতা ৮৪০ টাকা ও যাতায়াত ভাতা ৭৫০ টাকাসহ ৩০৯০ টাকা থেকে কোর্ট ফি ১০ টাকা কেটে ৩০৮০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু ইউআরসি ইন্সট্রাক্টর প্রশিক্ষণের শেষ দিনে টাকা না দিয়ে কয়েকদিন পর বিচ্ছিন্নভাবে টাকা দিচ্ছেন। বিভিন্ন অজুহাতে ৮০ টাকা করে কেটে রেখে ৩ হাজার টাকা করে দিচ্ছেন।

উপজেলার জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, সাগরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আসুক মিয়া, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা ৮০ টাকা করে কম পাওয়ার কথা জানিয়ে বলেন, ট্রেজারিসহ বিভিন্ন খরচের কথা বলে টাকা কেটে রাখা হয়েছে।

মোকামবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখর উদ্দিন বলেন, প্রশিক্ষণ শেষ হওয়ার এক মাস পর শিক্ষা কর্মকর্তা কাছে বিচার প্রার্থী হলে তিনি বলে দেওয়ার পর অন্য শিক্ষকের মাধ্যমে আমার টাকা দেওয়া হয়, তা-ও ৮০ টাকা কম। শিক্ষকরা অভিযোগ করেন, জনপ্রতি ৮০ টাকা করে কম দিয়ে ৩৬০ জন থেকে ২৮ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করা হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষার কারিগরি ও পেশাগত মানোন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র, জুড়ীর প্রশিক্ষক (ইউআরসি ইন্সট্রাক্টর) মোহা. আবু রাইহানের সঙ্গে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো জবাব না দিয়ে পরে সাক্ষাতে কথা বলবেন বলে জানান।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৯/১১/২০২৩  

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়