শিক্ষাকে জীবনমুখী করা হোক

 শিক্ষা মানুষের মনুষত্ব অর্জন করে, শিক্ষা মানুষকে জ্ঞান দিয়ে সম্প্রীতি বাড়ায়। কুসংস্কার দূর করে সমাজকে আলোকিত করে। সংস্কৃতি ও সভ্যতাকে সমৃদ্ধ করে। কিন্তু সত্যিকার অর্থে, আমরা কি শিক্ষা ক্ষেত্রে এগুচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা কি বেকার সমস্য দূর করতে পেরেছে? না পারেনি। দিনদিন সার্টিফিকেটে শিক্ষিত বেকারের সংখ্যা বেড়েছে কিন্তু সেই হিসেবে কর্মসংস্থান বাড়ছে না। কারন আমাদের দেশে সার্টিফিকেট নির্ভর শিক্ষা এইজন্য বাংলাদেশে এত বেকার। 

প্রতি ১০০ জন স্নাতক ডিগ্রি-ধারীর মধ্যে ৪৭ জন বেকার। কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হতো তাহলে বেকারত্ব হ্রাস পেত। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যদি কর্মমুখী শিক্ষার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো শিক্ষিত বেকারের সংখ্যা এত বেশি থাকতো না।

তাই  শিক্ষাকে জীবনমুখী করা হোক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন প্রত্যাশা রইল। 

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৫/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়