নেত্রকোনাঃ শিক্ষক হলো সমাজকে বদলে দেওয়ার অন্যতম কারিগর। সমাজ তথা জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিহার্য। সেই অপরিহার্য দায়িত্ব পালনে সবাইকে যার যার অবস্থান থেকে যথাযথ ভুমিকা পালন করে যেতে হবে।
গতকাল মঙ্গলবার পূর্বধলা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো: খবিরুল আহসান উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
এর সময় তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট সিটিজেন তৈরী করতে হবে আর এজন্য শিক্ষকদের বিশেষ ভুমিকা পালন করতে হবে। একজন শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যৎ গঠনে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। এজন্য প্রতিটি বিদ্যালয়ে পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টির মাধ্যমে আন্তরিকতার সহিত পাঠদান করতে হবে।
প্রতিটি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিতে এগিয়ে নিতে হবে। কোন শিক্ষার্থী অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহার করে আসত্তিকে পরিণত হয়ে যাতে বিপদগামী না হয় সে দিকে বিশেষ নজর দিতে হবে। এ সময় তিনি প্রতিটি বিদ্যালয়ের শিক্ষকদেরও যথাসময়ে উপস্থিত ও সময়মত পাঠদানের প্রতি আহবান জানান।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি, পূর্বধলা উপজেলা শাখার সভাপতি ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: বদরুজ্জামান, সাধারণ সম্পাদক ও জালশুকা কুমুদগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদের সভাপতি ও হিরনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক ও মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলাম মোস্তফা। পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দীকী মামুন, দেওটুকোণ আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিউটন চন্দ্র সরকার।
আলোচনা শেষে, বাংলাদেশ শিক্ষক সমতি পূর্বধলা শাখা, পূর্বধলা উপজেলা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরিষদ, পূর্বধলা জগৎমণি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়, পূর্বধলা উপজেলা স্কাউটস্ এর পক্ষ থেকে পৃথকভাবে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খবিরুল আহসানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা জগৎমনি সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুধাংশু শেখর তালুকদার, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুর রশিদ সরকার, মেঘশিমুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল মোতালিব, ধলামুলগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: একলাছ মিয়া, শালথী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফরিদ অহামদ বাবুল, ডা: মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুক হোসেন, পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কাশেম, নবী হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোখলেছ উদ্দিন, পাবই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোসলেম উদ্দিন, সাত্যাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শফিকুল ইসলাম, আতকাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান, পূর্বধলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ সরকার প্রমুখ।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০১/১১/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়