শিক্ষক-শিক্ষার্থীদের আপত্তির পরও নীলফামারী হাইস্কুল মাঠেই বাণিজ্যমেলা

ঢাকাঃ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শহরবাসী, সুশীল সমাজসহ বিভিন্ন মহলের শত আপত্তি উপেক্ষা করে নীলফমারী হাইস্কুল মাঠেই শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্যমেলা। ক্লাস রুম থেকে মাত্র ২০-২৫ হাত দূরেই স্থাপিত হয়েছে মেলার সার্কাস ও মোটরসাইকেল খেলার বিশাল বিশাল প্যান্ডেল। সোমবার সন্ধ্যায় নীলফামারী চেম্বার অব কমার্স আয়োজিত এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। গেল রোজার প্রথম থেকেই মাঠের বিড়াট এলাকা ঘিরে গত ৩০শে এপ্রিল এসএসসি পরীক্ষার শুরুর দিন থেকে মেলা আয়োজনের তোড়জোড় শুরু করা হলে স্থানীয় শিক্ষক ও অভিভাবকরা বাঁধ সাধেন।

নীতিনির্ধারকরাও পিছু হটেন। পিছিয়ে যায় মেলার উদ্বোধন। বিভিন্ন মহল থেকে মাঠে সবধরনের মেলা আয়োজন বন্ধের জোরালো দাবি ওঠে। মানবজমিনে এনিয়ে একাধিক প্রতিবেদনও প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঝড় ওঠে মাঠ রক্ষার। কিন্তু কে শোনে কার কথা। দুই আড়াই মাসেরও বেশি সময় ধরে অবরুদ্ধ করে রাখা মাঠে বিশাল পরিসরে শুরু হলো বাণিজ্যমেলা।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদ ও নীতিনির্ধারকদের দেখা না গেলেও উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ তার বক্তব্যে আগামীতে মাঠ রক্ষায় অন্য কোথাও মেলা আয়োজনের কথা বলেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৫/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তা’য়