শিক্ষক লাঞ্ছিত: তদন্ত কমিটির প্রতিবেদন জমা

চুয়াডাঙ্গাঃ জেলায় শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। জেলা প্রশাসক প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যায় চার সদস্যের কমিটি এ প্রতিবেদন জমা দেন।

জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা জানান, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলাকালীন খাতা কেড়ে নেয়ায় শিক্ষককে থাপ্পড় মারে পরীক্ষার্থী। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি প্রতিবেদন জমা দিয়েছে তিন কার্যদিবসের মধ্যে। বৃহস্পতিবার প্রতিবেদন মূল্যায়ন করার পর সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জানতে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তারের ব্যবহৃত সরকারি মোবাইল ফোন নাম্বারে একাধিক বার কল দেয়া হলেও রিসিভ করেননি।

তদন্ত কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার। অন্য সদস্যরা হলেন- সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুজ্জামান লালন, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান ও ভিক্টোরিয়া জুবিলি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান।

উল্লেখ্য, গত রবিবার ভিক্টোরিয়া জুবিলি (ভিজে) সরকারি উচ্চবিদ্যালয়ে এসএসসির নির্বাচনী পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কক্ষপরিদর্শক হাফিজুর রহমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বাণিজ্য বিভাগের এক ছাত্রের খাতা কেড়ে নেন। এরপর খাতা ফেরত চেয়ে না পাওয়ায় ওই ছাত্র শিক্ষক হাফিজুর রহমানের গালে সজোরে দুটি চড় মেরে ক্লাস থেকে বেরিয়ে যায়। শিক্ষককে লাঞ্ছিত করার এ ঘটনার সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র ওইদিন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার বর্ণনা দিয়ে প্রধান শিক্ষক সেখ সফিয়ার রহমান থানায় মামলা করেন। শিক্ষকেরা এ ঘটনার বিচারের দাবিতে কর্মবিরতি এবং শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/১০/২০২৩     

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়