নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার আয়োজনে ‘শিক্ষাবিদ্যা ও শিক্ষক মূল্যায়ন শীর্ষক’ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র সভাকক্ষে তিন দিনব্যাপী এই কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ১৫ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রশিক্ষকরা জানান, এখানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুযোগ দিলে আগামীতে তারা অন্য বিভাগের শিক্ষকদের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিতে পারবেন। এ ছাড়া শুধু ভেটেরিনারি অনুষদ নয়, কৃষি অনুষদগুলোতেও এমন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এনিমেল প্রডাকশন বিভাগের প্রভাষক ডা. মো. কাজী আল নোমান বলেন, প্রশিক্ষকরা যে আন্তরিকতায় ট্রেনিং সম্পন্ন করেছেন, তা অবিশ্বাস্য। লার্নিং মেথড, মডার্ন টিচিং, ই-লার্নিংসহ সর্বোপরি সবকিছুই একটা ছাত্রকে অ্যাসেসমেন্ট করার জন্য একান্ত দরকারি। এগুলো ছাড়া আসলে একজন আদর্শ শিক্ষক হওয়া সম্ভব না। ডে পারফরম্যান্স বৃদ্ধির জন্য এ ধরণের ট্রেনিং আরও প্রয়োজন।
ভেটেরিনারির অনুষদের ডিন প্রফেসর ডা. জহিরুল ইসলাম খান বলেন, আমরা ছাত্রদের ক্লাসের ফিডব্যাক নেই না। এ কারণে তারা পরীক্ষায় ভালো পারফরম্যান্স করতে পারে না। আমরা তাদের কতোটুকু শেখাতে পারছি, যে ব্যালেন্স পড়াশোনা করানো দরকার, তা আমরা কতটুকু করি কিংবা রোল প্লে করার মাধ্যমে আমরা কিভাবে শিক্ষার্থীদের শেখাবো তার সবটুকুই খেয়াল রাখা দরকার।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৪/০৩/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়