website page counter শিক্ষক নিয়োগে ডিসিদের ক্ষমতা কেড়ে নিল অধিদপ্তর - শিক্ষাবার্তা ডট কম

মঙ্গলবার, ৩১শে মার্চ, ২০২০ ইং, ১৭ই চৈত্র, ১৪২৬ বঙ্গাব্দ | বসন্তকাল | ⏰ বিকাল ৫:৫৮

শিক্ষক নিয়োগে ডিসিদের ক্ষমতা কেড়ে নিল অধিদপ্তর

নিউজ ডেস্ক ।।

মাদ্রাসায় শিক্ষক-কর্মচারী নিয়োগ বোর্ডে মাদ্রাসা শিক্ষা অধিদফতরের (ডিএমই) মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে ডিসিদের মনোনীত করে দেয়া সার্কুলারটি বাতিল করা হয়েছে।

সম্প্রতি ডিসিদের বাদ দিয়ে আগের মতোই নিয়োগ বোর্ডে সদস্য মনোনয়নের সিদ্ধান্তের সার্কুলার প্রকাশ করা হয়। গত রোববার কারিগরি ও মাদ্রাসা বিভাগসহ ডিসিদের কাছে বাতিলের সার্কুলারটি পাঠায় ডিএমই।

জানা যায়, চলতি বছরে ১৮ ফেব্রুয়ারি ডিসিরা ডিএমই মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে মাদ্রাসায় নিয়োগ বোর্ডে থাকবেন বলে সার্কুলার জারি করে ডিএমই। এতে বলা হয়, ডিসির অনুপস্থিতিতে তার প্রতিনিধি মনোনীত হবেন। কিন্তু ওই সার্কুলারের এক মাসের মাথায় গত ১৯ মার্চ হঠাৎ করেই ডিএমই মহাপরিচালক সফিউদ্দিন আহমদ স্বাক্ষরিত সার্কুলারে ১৮ ফেব্রুয়ারির সিদ্ধান্ত বাতিল করা হয়।

নিয়োগের ক্ষমতা দিয়ে তা এক মাসের মধ্যে কেড়ে নেয়াকে অপমানকর বলেও মনে করছেন ডিসিদের কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবের কাছে কয়েকজন ডিসি এ নিয়ে লিখিত চিঠি দিয়েছেন বলে জানা গেছে। যদিও এ বিষয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ।

এই বিভাগের আরও খবরঃ