শিক্ষক নিয়োগ কার্যক্রমে ডিজির প্রতিনিধি মনোনয়ন হাইকোর্টে স্থগিত

সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ

নারায়ণগঞ্জঃ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম পরিচালনায় মহাপরিচালকের (ডিজি) প্রতিনিধি মনোনয়ন ছয় মাসের স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে গত ৮ আগস্টের আবেদনটি নিষ্পত্তির নির্দেশনা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (১২ নভেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম মিয়া। তিনি আদেশের বিষয়টি  নিশ্চিত করেছেন।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক (ডিজি)-সহ আটজনকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সোনারগাঁ গঙ্গাবাসী ও রামচন্দ্র পোদ্দার ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক পদে বিগত ১৮ জুন তারিখের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চলতি বছরের ২৬ আগস্ট অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফলাফল ব্যতীত অবৈধভাবে পুনঃ নিয়োগ কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক প্রতিনিধি মনোয়ন চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থী হারুন অর রশিদ হাইকোর্টে রিটটি দায়ের করেন।

আইনজীবী মনিরুল ইসলাম মিয়া বলেন, কলেজ কর্তৃপক্ষ সহকারী প্রধান শিক্ষক নিয়োগের জন্য চলতি বছরের ১৮ জুন দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ওই বিজ্ঞপ্তি অনুসারে হারুন অর রশিদ সহকারী প্রধান শিক্ষক পদে আবেদন করেন এবং কর্তৃপক্ষ প্রবেশপত্র ইস্যু করে। গত ২৬ আগস্ট নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। রিট পিটিশনার ওই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। সেখানে মহাপরিচালকের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে পরীক্ষার ফলাফল প্রকাশ না করে পছন্দের প্রার্থীকে নিয়োগ প্রদানের জন্য, ঘুষ গ্রহণের মাধ্যমে নিয়োগ প্রদানের জন্য নতুন করে বিগত ২৪ সেপ্টেম্বর যুগান্তর পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

নিয়োগ কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক প্রতিনিধি মনোয়ন করেন। ওই নিয়োগ কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক প্রতিনিধি মনোনয়ন চ্যালেঞ্জ করে চাকরিপ্রার্থী হারুন অর রশিদ হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/১১/২০২৩ 

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়