সিলেটঃ জেলার কানাইঘাটে শিক্ষক ছেলে ও শিক্ষিকা পুত্রবধূর হাতে নির্যাতিত হচ্ছেন ৯০ বছর বয়সি নারী। বারবার পুলিশি হস্তক্ষেপের পরও থামছে না নির্যাতন-নিপীড়ন। অবশেষে আইনগত ব্যবস্থা নিতে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই নারী।
অভিযোগে প্রকাশ, কানাইঘাট থানার নন্দিরাই গ্রামের মৃত আব্দুর রহমানের বিধবা স্ত্রী নুরুন নাহারের ছেলে নুরুজ্জামান (৫০) কানাইঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ছেলের বউ সাবিনা ইয়াসমিন (৪০) কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মা নিজেই ছেলে ও তার স্ত্রীকে বাড়িতে আলাদা ঘর তৈরি করে থাকার সুযোগ দিয়েছেন। বৃদ্ধা আলাদা একটি ঘরে থাকেন। ছেলে মায়ের কোনো ভরণ-পোষণ দেন না। এ ছাড়া মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে চলেছেন ছেলে ও তার স্ত্রী। এমনকি মায়ের ঘরের পয়ঃনিষ্কাশনের রাস্তাও বন্ধ করে দেন তারা। গত ২ সেপ্টেম্বর মা নুরুন নাহার পয়ঃনিষ্কাশনের রাস্তা খুলে দেয়ার কথা বললে ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিন লাঠিসোটা নিয়ে মায়ের ঘরে ঢুকে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন এবং মেরে ফেলতে উদ্যত হন। বাড়ি ও আশপাশের লোকজনের হস্তক্ষেপে বৃদ্ধা প্রাণে রক্ষা পান। এ ঘটনায় নুরুন নাহার ছেলে নুরুজ্জামান ও পুত্রবধূ সাবিনা ইয়াসমিনকে আসামি করে কানাইঘাট থানায় এজাহার দাখিল করেছেন। এজাহার পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মামলার পর থেকে আসামিরা কেউ বাড়িতে নেই। তাদের মোবাইল ফোন নম্বরও বন্ধ রয়েছে।
তদন্ত কর্মকর্তা কানাইঘাট থানার এসআই পীযূষ কান্তি বলেন, মা-ছেলের বিষয়টি মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৮/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়