ঢাকাঃ রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক রাজীব দাসের বিরুদ্ধে সহকর্মী খন্ডকালীন (মাস্টার রোল) শিক্ষিকা রেখা মন্ডল দীনাকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে। রাজীব দাস শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক। ভুক্তভোগী শিক্ষিকা রেখা মন্ডলও একই প্রতিষ্ঠানের বাংলা বিভাগের শিক্ষিকা।
জানা গেছে, রাজীব দাস বিভিন্ন সময় ওই শিক্ষিকাকে কুপ্রস্তাব দিয়ে আসছেন। এতে রাজী না হওয়ায় বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করছেন ভুক্তভোগী শিক্ষিকা রেখা মন্ডল। নিজের নিরাপত্তার কথা চিন্তা করে এ ঘটনায় মুগদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জিডি নম্বর- ৩৮২।
জিডি সূত্রে জানা যায়, শিক্ষিকা রেখা মন্ডলের ইচ্ছার বিরুদ্ধে প্রতিষ্ঠান থেকে ছুটি নেয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করেন শিক্ষক রাজীব দাস। এতে রাজী না হওয়ায় গত জুলাই মাসে পৃথক দুটি ফোন নম্বর থেকে আপত্তিকর কথাবার্তা ছাড়াও বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি দেন তিনি।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১৩/০৯/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়