শিক্ষক ইংল্যান্ডে জানে না জেলা শিক্ষা অফিসার

নিজস্ব প্রতিবেদক।।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। মাত্র ৮ দিনের নৈমিত্তিক ছুটি নিয়ে এক বছর ধরে আছেন ইংল্যান্ডে। জেলা শিক্ষা অফিসার তার বিদেশ যাওয়ার ব্যাপারে কিছু না জানলেও জেলা প্রশাসনের স্কুল পরিদর্শনে বেরিয়ে এসেছে ইংল্যান্ডে যাওয়ার বিষয়টি।।

জেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের কাগজপত্র বলছে জেলা শিক্ষা অফিসারকে ওই প্রধান শিক্ষকের অনুপস্থিতি ও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার ব্যাপারে একাধিকবার পত্র দ্বারা অবহিত করা হয়েছে। অথচ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সাফ কথা শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা অনুপস্থিত কিংবা বিদেশে অবস্থান করছেন কিনা এ ধরনের কোনো তথ্য তার জানা নেই।

মানিকগঞ্জের সাবেক জেলা প্রশাসক আব্দুল লতিফ চলতি বছরের ১৩ই জুন তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলে সরজমিন পরিদর্শন শেষে পরিবীক্ষণ ও পরিদর্শন প্রতিবেদনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনা অনুমতিতে ইংল্যান্ড গমন করেছে মর্মে বিষয়টি মন্ত্রী পরিষদের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করেছিলেন। সেই সঙ্গে বিষয়টি তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানিয়েছেন। কিন্তু জেলা প্রশাসকের দেয়া পত্রের তিন মাসের অধিক সময় অতিবাহিত হলেও ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো বিভাগীয় ব্যবস্থা নিতে পারেনি জেলা শিক্ষা কর্মকর্তা।

এদিকে শিবালয় উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২২ সালে তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা ৮ দিনের নৈমিত্তিক ছুটি গ্রহণ পরবর্তী আর কোনো ছুটি না নিয়ে বিনা অনুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার ঘটনা নিয়ে ওই প্রধান শিক্ষককে এ পর্যন্ত ছয়টি কৈফিয়ত তলবপত্র প্রদানের পর জেলা শিক্ষা অফিসারকে অবহিত করেছে উপজেলা শিক্ষা অফিস। কিন্তু অজ্ঞাত কারণে জেলা প্রশাসকের দেয়া ওই পত্রের আলোকে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২০২২ সালের ২২শে সেপ্টেম্বর থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৮দিনের নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস স্বর্ণা। প্রায় এক বছর অতিবাহিত হলেও এখনো তিনি স্কুলে যোগদান করেননি এমন তথ্যের ভিত্তিতে সরজমিন শিবালয় উপজেলার তাড়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেলে তার সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে স্কুল পরিচালনা কমিটির সভাপতি রাবেল মুহাম্মদ তানভীর প্রধান শিক্ষকের প্রায় এক বছর ধরে অনুপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রমতে, প্রধান শিক্ষক ইংল্যান্ড অবস্থান করলেও সরকারি ওয়েব সাইডে এখন তিনি বহাল আছেন স্কুলটিতে।

যে কারণে তার পরিবর্তে অন্য কোনো শিক্ষক পদায়ন করতে পারছেন না কর্তৃপক্ষ। এ ব্যাপারে শিবালয় উপজেলা শিক্ষা অফিসের সহকারী উপজেলা শিক্ষা অফিসার (ক্লাস্টার) আমিনুর রহমান জানান, তিনি অল্প কিছুদিন ধরে শিবালয়ে যোগদান করেছেন। বিষয়টি তার জানা নেই।

এদিকে শিবালয় উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এলিসা আফরিন খানম জানান, গত বছরের সেপ্টেম্বর মাসের ২২ থেকে ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত নৈমিত্তিক ছুটি নেন প্রধান শিক্ষক। এরপর থেকে তিনি আর স্কুলে যোগদান করেননি। এ বিষয়ে তার অফিস থেকে জেলা শিক্ষা অফিসারকে ছয়টি পৃথক পত্রে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পত্র দেয়া হয়েছে। সর্বশেষ ১৭ই সেপ্টেম্বরও তাকে কৈফিয়ত তলব করে পত্র দেয়া হয়েছে।সুত্র মানবজমিন

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২১/০৯/২০২৩

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়