লক্ষ্মীপুরঃ জেলার রামগঞ্জ করপাড়া ইউনিয়নের শ্যামপুরের শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষক আজিম উদ্দিনের বিচারের দাবিতে আবারও ফুঁসে উঠেছে।
সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের অফিস ঘেরাও করে। এসময় শিক্ষার্থীরা শিক্ষক আজিমের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়।
প্রসঙ্গত, গত সপ্তাহে শাহ্ জকি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ব্যবসা বিভাগের শিক্ষক আজিম হোসেনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। ওই অভিযোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন নামে।
আন্দোলনের মুখে শিক্ষক আজিমকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে উপজেলা শিক্ষা অফিসারকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি।
তদন্ত কমিটির বৈঠক সোমবার (২৮ আগস্ট) হবে। ওই বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে স্কুল কর্তৃপক্ষ। এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে কে বা কারা বলেছে শিক্ষক আজিমকে পুনরায় বিদ্যালয়ে আনার চেষ্টা করা হচ্ছে। এজন্য তারা আন্দোলন শুরু করেছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়