শিক্ষকের বাড়িতেই শিশুকে বলির চেষ্টা

হাঁড়িকাঠে আটকানো ৩ বছরের শিশুকন্যার মাথা। মাটিতে পরে রয়েছে ধারালো ছুরি। সামনে জ্বলছে আগুন। একপাশে মন্ত্র উচ্চারণ করে চলেছেন তান্ত্রিক। অল্প কিছুক্ষণের মধ্যেই বলি দেওয়ার অপেক্ষা ওই শিশু কন্যাকে। কিন্তু, গ্রামবাসী ও পুলিশের চেষ্টা মধ্যযুগীয় বর্বরতা থেকে শেষ পর্যন্ত রেহাই মিলেছে শিশুটির।

ভারতের অসমের নিম্নাঞ্চলের ওদালগুড়ি জেলার গণকপাড়া গ্রাম এ ঘটনা ঘটেছে। সেখানে স্থানীয় এক শিক্ষকের বাড়িতেই চলছিল শিশু বলির মতো জঘন্য অপরাধ।

স্থানীয়দের দাবি, তান্ত্রিকের নির্দেশেই শিশু বলির আয়োজন করে শিক্ষকের পরিবার। বলির আয়োজনও সম্পন্ন ছিল। কেই যাতে ঘটনা জানতে না পারে তাই ওই তান্ত্রিকের পরামর্শেই বাড়ির বাইকেও আগুন ধরিয়ে দেওয়া হয়। আঁচ পেয়ে প্রতিবেশীরা তা রোখার চেষ্টা করেন। এরপর পুলিশে খবর দেয় তারা। পুলিশ এলে তাদের লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে শিক্ষকের পরিবার।

এ ঘটনায় শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। এরপর ওই তান্ত্রিকসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।