শিক্ষকের ওপর হামলা, শিক্ষার্থী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, শেরপুরঃ জেলার ঝিনাইগাতীতে এক মাদরাসা শিক্ষককের ওপর হামলার অভিযোগে এক কিশোর শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের ফাকরাবাদ মিফতাজুল উলুম মাদরাসায় এ ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীর বাড়ি পার্শ্ববর্তী নালিতাবাড়ী উপজেলার সমশ্চুড়া গ্রামে।

জানা যায়, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগের ভিত্তিতে মাদরাসা থেকে তাকে বহিষ্কারের অপেক্ষমান তালিকায় রাখার সিদ্ধান্ত নেন ওই মাদরাসার প্রধানশিক্ষক মাওলানা আমিরুল ইসলাম (৫০)। এতে ক্ষিপ্ত হয়ে সে শুক্রবার রাতে মাদরাসার সিসি ক্যামেরা ও কম্পিউটার ভেঙে ফেলে। শনিবার সকালে সে অতর্কিতভাবে লোহার রড দিয়ে প্রধানশিক্ষকের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতরভাবে আহত হন। এসময় রাকিবুল হাসান পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। আহত আমিরুল ইসলামকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তার শিক্ষার্থীকে শনিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/১২/০৩/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়