নিজস্ব প্রতিবেদক।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাচিবিক ও অফিস ব্যবস্থাপনার শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে স্কুলবর্জন ও বিক্ষোভ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এ শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন তারা।
অধ্যক্ষের কক্ষে রাখা হাজিরা খাতায় সই করা নিয়ে এ ঘটনার সূত্রপাত হয় বলে জানা যায়। প্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক আব্দুল জলিল জানান, আমরা অধ্যক্ষের কক্ষে বসে ছিলাম। এমন সময় জাহাঙ্গীর আলম শাহীন হাজিরা খাতায় সই করতে আসেন। তখন অধ্যক্ষ বলেন, ‘যে সময়ে এসেছেন সেই সময়ে সই করেন’। এতে তিনি রেগে প্যান্টের চেইন ও প্যান্ট খোলাসহ অশ্লীল অঙ্গভঙ্গি করেন। একই সঙ্গে বিভিন্ন ভয়ভীতি দেখান।
এ বিষয়ে মহিষখোচা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. শরওয়ার আলম বলেন, তিনি এর আগেও এমন আচরণ করেছেন। সব শিক্ষক তার দুর্ব্যবহারের শিকার। তিনি সবসময় সবাইকে ভয় দেখিয়ে আসছেন। আমরা মিটিংএ আলোচনা করে একাধিকবার নোটিস করেছি। ডিসি মহোদয়কে লিখিত অভিযোগ করেছি।
প্রতিষ্ঠানটির সভাপতি ও মহিষখোচা ইউনিয়নের চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বলেন, তিনি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান তার আত্মীয় এমন পরিচয় দিয়ে সবাইকে ভয়ভীতি দেখান। ভুক্তভোগী শিক্ষার্থীরা ও শিক্ষকরা আমাকে অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষক জাহাঙ্গীর আলম শাহীনের গ্রামের বাড়ি লালমনিরহাট সদরের ঈমানগঞ্জে। তিনি আব্দুস সালাম ও জয়গুন নেছার সন্তান।
বিকৃত রুচির এই শিক্ষককের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানি, পরকীয়াসহ নানা অভিযোগ রয়েছে। এছাড়া মাদক সেবনের দায়ে বিজিবির হাতে কয়েকবার আটক হয়েছেন। তিনি মাদকের মামলায় চার্জশীটভুক্ত আসামী।