ঢাকাঃ এক শিক্ষকের পায়ে গুলি করার অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ নিয়ে ওই দুই কিশোর একটি ভিডিও ধারণ করছে। সেখানে বলেছে, আমরা গ্যাংস্টার। ভারতের উত্তর প্রদেশের এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দেশটির পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
ভিডিওতে দেখা যায়, দুই কিশোর ওই শিক্ষককে আরও ৩৯বার গুলি করার হুমকি দিয়েছে। ইতিমধ্যে ওই ভিডিও ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ওই শিক্ষকের নাম সুমিত। বর্তমানে হাসপাতালে তিনি চিকিৎসাধীন। গত বৃহস্পতিবারের এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
দুই কিশোর ওই ভিডিওতে অনেক বাজে ভাষা ব্যবহার করেছে। তারা দাবি করেছে, ওই শিক্ষককে গুলি করতে তারা ছয়মাস পর আবার আসবে। একজন কিশোরকে বলতে শোনা যায়, আমি ছয়মাস পর আবার আসব। আমি তাকে ৪০ বার গুলি করব। এখনো ৩৯বার অবশিষ্ট আছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৬/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়