সিরাজগঞ্জঃ জামায়াতের সাবেক নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা ফজলুল হককে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
সোমবার সকালে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবির মুখে মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি ও পোতাজিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জাহান বাচ্চু সাময়িক বরখাস্তের আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে পোতাজিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ফজলুল হক জানান, আমি একজন আলেম আরেকজন আলেমের মৃত্যুতে আবেগের তাড়নায় আল্লামা সাঈদীর মৃতুতে ফেসবুকে শোক প্রকাশ করেছি। এ ঘটনায় আমাকে সাময়িক বরখাস্ত করেছে যা অত্যন্ত দুঃখজনক।
এ ব্যাপারে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসাটির গভর্নিং বডির সভাপতি আলমগীর জাহান বাচ্চু বলেন, ঘটনা সত্য, সাঈদীকে নিয়ে শোক প্রকাশ করায় মাদ্রাসার সুপারকে সাময়িক বরখাস্ত ও শোকজ করা হয়েছে।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৮/০৮/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়