রিয়া বসাকঃ লাইব্রেরি হলো মুক্ত জ্ঞানচর্চার প্রাণকেন্দ্র। যেখানে স্বপ্নরা আলিঙ্গন করে নেয় জ্ঞানকে। একটি সমৃদ্ধ লাইব্রেরি পারে সম্ভাবনাময় এক জাতির জন্ম দিতে। লাইব্রেরির প্রয়োজনীয়তা সম্পর্কে অজানা এমন মানুষ পৃথিবীতে হয়তো নেই বললেই চলে। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই একটি করে লাইব্রেরি রয়েছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী গিয়ে জ্ঞান চর্চা করতে পারে।
ইসলামী বিশ্ববিদ্যালয়েও একটি লাইব্রেরি রয়েছে। কিন্তু সেখানে সপ্তাহের সব দিন প্রবেশের অনুমতি দেয়া হয় না। বৃহস্পতিবার, শুক্রবারসহ অন্যান্য ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে এই লাইব্রেরি। যার ফলে অনেক শিক্ষার্থী চাইলেও ছুটির দিনগুলোতে নিজেদের পড়াশুনার উপযুক্ত পরিবেশ পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। নিজ কক্ষে বা হলে সবসময় পড়ার উপযুক্ত পরিবেশ না থাকায় অনেকে কেন্দ্রীয় এই লাইব্রেরিতে পড়তে যায়।
কিন্তু সপ্তাহে দুদিন বন্ধ রাখায় এতে শিক্ষার্থীদের পড়াশুনায় ব্যাঘাত ঘটছে। সার্বিক বিবেচনায় বৃহস্পতিবার, শুক্রবারসহ অন্যান্য ছুটির দিনগুলোতেও লাইব্রেরি খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে কর্তৃপক্ষে সুদৃষ্টি প্রত্যাশা করছি।
লেখকঃ শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/২৯/১০/২০২৩
দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়