রূপসায় সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক বরখাস্ত

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে

খুলনা: ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে জেলার রূপসা উপজেলার হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলমের সই করা এক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, রূপসা উপজেলার হাজী আব্দুল ওয়াহেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ওই বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নসংক্রান্ত অভিযোগ পাওয়া যায়। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে রূপসা উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক গঠিত তদন্ত কমিটি আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত বলে উল্লেখ করেছেন।

আদেশে আরও বলা হয়, ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত যৌন হয়রানিসংক্রান্ত অভিযোগ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) ধারায় শান্তিযোগ্য অপরাধ বিধায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ আদেশ ৩ অক্টোবর থেকে কার্যকর হবে। তিনি সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/১০/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়