রুয়েটে প্রশাসনিক কার্যক্রম স্থবির

রাজশাহীঃ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১০ মাস ধরে ভিসি না থাকায় শিক্ষকদের পদোন্নতি আটকে থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কাজের ক্ষেত্রে স্থবিরতা ও শূন্যতা দেখা দিয়েছে।

গত ২৮ মে বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন রুয়েটের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক। তাদের অভিযোগ, নিয়মিত ভিসি না থাকায় তারা প্রাপ্য পদোন্নতি ও চাকরিগত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। ভারপ্রাপ্ত ভিসি শুধু রুটিন কাজটাই করেছেন। বিক্ষুব্ধ শিক্ষকরা ভারপ্রাপ্ত ভিসিকে ঘেরাও করলে সন্ধ্যার পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে নিজেই দায়িত্ব থেকে অবমুক্ত হয়ে যান। সংশ্লিষ্ট সূত্রের মতে, ক্ষমতাসীন দলের স্থানীয় রাজনৈতিক নেতারা সাবেক ভিসি অধ্যাপক রফিকুল ইসলাম সেখকে দ্বিতীয় মেয়াদে ভিসি নিয়োগের জোর সুপারিশ করেছিলেন। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বিভিন্ন কারণ দেখিয়ে তাকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয়নি।

জানা গেছে, ভিসিবিহীন রুয়েটে ১০ মাসে নানা জটিলতা তৈরি হয়েছে। এর মধ্যে শিক্ষক কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পদোন্নতিসহ সুযোগ-সুবিধা বঞ্চিতের বিষয়টি বড় হয়ে উঠেছে। শিক্ষকরা আরও বলছেন, শুধু শিক্ষকদের পদোন্নতি নয়, নিয়মিত উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রেও স্থবিরতা এবং শূন্যতা দেখা দিয়েছে। ১০ মাসে একটি সিন্ডিকেট সভাও হয়নি। ফলে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে। ভিসিবিহীন রুয়েটে গতানুগতিক একাডেমিক ক্লাস পরীক্ষা চললেও এই সময়ে গবেষণা ও ব্যবহারিক কাজের জন্য সরঞ্জাম কেনা হয়নি। এ ছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নেতিবাচক প্রভাব পড়েছে।

রুয়েট শিক্ষকদের সঙ্গে কথা বলে আরও জানা গেছে, সামনে প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আছে। পরীক্ষা কমিটি গঠন, ফলাফল প্রকাশ ও ভর্তি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে একাডেমিক কাউন্সিলের বৈঠক হওয়া জরুরি। কিন্তু ভিসি না থাকায় এসব কিছুই হচ্ছে না।

সিএসই বিভাগের শিক্ষক অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ভিসি হচ্ছেন বিশ্ববিদ্যালয় পরিবারের অভিভাবক। অভিভাবকহীন পরিবারে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা থাকে। ১৭ জুন থেকে রুয়েটে ভর্তি পরীক্ষা হওয়ার কথা। এত বড় একাডেমিক ব্যবস্থাপনা ভিসি ছাড়া হয় কীভাবে।

রুয়েটে ভিসি নিয়োগ প্রসঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আবু ইউসুফ মিয়া বলেন, একজন নতুন ভিসি দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। ৯ জুন পর্যন্ত রুয়েটে ছুটি আছে। তার আগেই একজন নতুন ভিসি নিয়োগের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে।

শিক্ষাবার্তা ডট কম/এএইচএম/০৪/০৬/২০২৩   

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়